তুই অনেক কাছে থেকেও অনেক দূরে

দূরেই ভালো
দূর থেকেই ভালো

কাছের কাছে অনেক আশা
কাছে আসলে অনেক হতাশা

তুই অনেক কাছে থেকেও অনেক দূরে
আমি অনেক দূরে থেকেও তোর ভেতরে

থাক না কিছু আড়াল
বাইরে ও ভেতরে

থাক না কিছু আড়াল
কাছে ও দূরে

💂‍♀️💂‍

5 thoughts on “তুই অনেক কাছে থেকেও অনেক দূরে

  1. বেশ অনুভব কবি দা

    অনেক অনেক ঈদ মোবারক

    নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন——–

  2. সংক্ষিপ্তেও অসামান্য কবিতা। শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রিয় কবি যাযাবর জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।