চোখ খুললেই নীল চাবি
চোখ বুজলেই প্যান্ডোরার বাক্স
তিন সারি রেললাইন পাশাপাশি
উধাও হয় বকাটে হওয়ার নেশায়।
হেমামালিস তাগদে সাইকো পেশি
মাঝেমধ্যেই ঘাড় ধরে, পা ধরে ঝাঁকায়,
মাথা নাড়তে নাড়তে পৃথুলা পৃথিবী
উল্টো হয়ে শীর্ষাসন করে।
চোখ খুললেই হিপারসাল্ফ
চোখ বুজলেই তাবৎ অভিমানের লাশ।
4 thoughts on “নিজকিয়া ৩৫”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনবদ্য উপস্থাপন।অপার ভালোলাগা।
চমৎকার কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
কবিতায় ভালোবাসা রেখে গেলাম। শুভকামনা থাকলো দাদা।
বেশ ভাবনাময়