গতকাল অনেক রাত অবধি বসে ছিলাম একা চুপচাপ।
আজকাল মাঝে মাঝেই কুয়াশা এসে
ঢেকে দিচ্ছে মনের আকাশ।
কাল রাতে কিন্তু চাঁদের আলোয় ভাসেনি আমার ঘর।
বসে বসে আঙুলে কর গুনি নামতা পড়ার মতো, জ্যোতিষীর মতো রেখা চিনি, আর বাকি যা কিছু আনাগোনা করে মনে মনে, সব, সব নিয়েই
অপেক্ষা অপেক্ষা আর শুধুই অপেক্ষা।
চলে সময়ের সাথে প্রতিটা ক্ষণে আমার তর্ক-দ্বন্দ্ব।
মাঝে মাঝে এমন রাতও আসে, যখন আকাশে একলা চাঁদের পাশে লক্ষ কোটি চাঁদ জ্বলে ওঠে, আর।
হিমেল হাওয়ায় আঁকা হয় আমার রাজপথ।
আমি শুধুমাত্র আমাকেই দিয়েছি,
আমার ন্যায্য দাবী রাখার।
‘আমি শুধুমাত্র আমাকেই দিয়েছি,
আমার ন্যায্য দাবী রাখার।’
___ চমৎকার কবিতা। আমার কাছে ভালো লেগেছে প্রিয় কবি রিয়া। শুভ সকাল।
ধন্যবাদ প্রিয় বন্ধু। শুভ সকাল।
আজকাল মাঝে মাঝেই কুয়াশা এসেঢেকে দিচ্ছে মনের আকাশ।- মন মোর মেঘের সংগী

শুভেচ্ছা প্রিয় গল্প দা।
সাবলীন ভাষায় পড়ে খুব ভালো লাগলো।
ধন্যবাদ প্রিয় কবি দা। সু সকাল।
”মাঝে মাঝে এমন রাতও আসে, যখন আকাশে একলা চাঁদের পাশে লক্ষ কোটি চাঁদ জ্বলে ওঠে, আর।
হিমেল হাওয়ায় আঁকা হয় আমার রাজপথ।”
সুন্দর লেখা, দারুন ভালো লেগেছে। আমার মনে হয় “জ্বলে ওঠে, আর।” এখানে আর এর পর দারি হবে না
যদিও আমি তেমন বুঝি না, কেন যেন মনে হয় যেখানে লাইন শেষ সেখানে দারি । দুটো শব্দ জোরা দেয়ার জন্য যখন মাঝে কোন শব্দ ব্যাবহার করা হয় সেখানে দারি ব্যাবহার করা যায় না বা উচিত না,আপনি চাইলে লাইন ভেঙ্গে ফেলতে পারেন যা কবিরা হরহামেশাই করে থাকেন কিন্ত দারি দেয়া মনে হয় ঠিক না।
ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
অসংখ্য ধন্যবাদ প্রিয় মন দা।
চলে সময়ের সাথে প্রতিটা ক্ষণে আমার তর্ক-দ্বন্দ্ব।
, আর।
মাঝে মাঝে এমন রাতও আসে, যখন আকাশে একলা চাঁদের পাশে লক্ষ কোটি চাঁদ জ্বলে ওঠে
হিমেল হাওয়ায় আঁকা হয় আমার রাজপথ।
আমি শুধুমাত্র আমাকেই দিয়েছি,
আমার ন্যায্য দাবী রাখার।
চলে সময়ের সাথে প্রতিটা ক্ষণে আমার তর্ক-দ্বন্দ্ব।
মাঝে মাঝে এমন রাতও আসে, যখন আকাশে একলা চাঁদের পাশে লক্ষ কোটি চাঁদ জ্বলে ওঠে,
আর হিমেল হাওয়ায় আঁকা হয় আমার রাজপথ। (খেয়ালী মন এর মন্তব্যটি পড়ে)
আমি শুধুমাত্র আমাকেই দিয়েছি,
আমার ন্যায্য দাবী রাখার।
ধন্যবাদ কবি ফকির আবদুল মালেক দা।
এই পৃথিবীতে মানুষ আসে একা, যায় একা। মনের একদম নিভৃতে মানুষ সারাজীবন একাই থেকে যায়।
এই জীবনে হায়, কেউ কারও নয়।
ধন্যবাদ।
ধন্যবাদ যুনাইদ দা। শুভ সকাল।
জীবনে আসে কালবেলা তারপর আবার রৌদ্রজ্জ্বল বেলাও।

ধন্যবাদ দাদা। আজকাল অনেক লেখাই বুঝতে পারছেন।
শেষের দুটি চরণ ই যেন একটা বিশাল
কবিতা। কবিতা পড়ে মুগ্ধ হলাম শ্রদ্ধেয় দিদি।
সরি একটা মন্তব্যে ভুল করে আনলাইক বাটনে ক্লিক পড়েছে।
অসুবিধা নাই প্রিয় কবি দা। শুভেচ্ছা নিন।
আমি শুধুমাত্র আমাকেই দিয়েছি,
আমার ন্যায্য দাবী রাখার।
* বিমুগ্ধ, সুপ্রিয় কবি দি….
শুভেচ্ছা প্রিয় কবি দা। স্বাগতম।
অসম্ভব সুন্দর প্রিয় কবি রিয়া। শুভ সকাল।
ধন্যবাদ কবি সুমন দা।
শুভ সকাল।
অসাধারণ কবি রিয়া।
ধন্যবাদ প্রিয় দাদা ভাই।
চমৎকার রিয়া দি।
শুভেচ্ছা কবি সাজিয়া আফরিন।
অসাধারণ রিয়া আপু।
ধন্যবাদ কবি তুবা দি।
ভালো লেগেছে ভাবনাময় কথা,সুন্দর প্রকাশ।
হিমেল হাওয়ায় আঁকা হয় আমার রাজপথ, এই রাজপথের স্হানে মেঠোপথ হলে কেমন হয় প্রিয় দিদি?
হিমেল হাওয়ায় আঁকা হয় আমার মেঠোপথ।
শুভেচ্ছা মেঘ প্রিয় বালক দা।
আমি শুধু আমাকেই দিয়েছি ন্যায্য দাবি রাখার। সত্যি অসাধারণ লিখা। ভালবাসা নিবেন প্রিয় কবি রিয়া দি।
শুভেচ্ছা জানুন প্রিয় কবি দা।