বিদ্ধ বজ্রপাতের দিনগুলো ৩

বিদ্ধ বজ্রপাতের দিনগুলো ৩

লাস্ট ডাউন লোকাল চলে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ফোনটা এসেছিল। সবুজ থেকে আচমকাই লাল হয়ে যাওয়া সিগন্যালের একলা তার তখনও ঝনঝনিয়ে কাঁপছে, তার সুখসেকেন্ড টুপ করে ডুবে গেছে সাইকো সূর্যের হাত ধরে। ভিড় পাতলা হয়ে যাওয়া প্ল্যাটফর্মে কুন্ডলী পাকানো কুকুর, বিড়ির আধপোড়া টুকরো, চাওলার ঝিম স্বপ্নযাত্রা আর বাঁধানো ইউক্যালিপটাসের অন্ধকার হয়ে আসা ক্রমিক তলায় বিধূরিত টিন চুমুর ঝড়। তখনই ফোনটা এসেছিল চলন্ত ট্রেনের কমপার্টমেন্টের ক্লান্ত ভয় মাখানো একরাশ স্বর বয়ে ধুঁকতে ধুঁকতে।

হঠাৎ কি ম্যাজিকে লাজুক মফস্বলি প্ল্যাটফর্ম মধ্য আফ্রিকার জেগে ওঠা আগ্নেয়গিরি হয়ে গেল! তার জ্বালামুখ বেয়ে গড়িয়ে নামতে লাগলো রাশি রাশি আগুন বমি করা লাভাস্রোত! পুড়তে শুরু করলো এক এক করে যত্নে, প্রেমে, আনুগত্যে গড়ে তোলা বসত গুলো। চারদিকে উড়তে থাকলো কালো পাঁশুটে ছাই – ছাই – শুধুই নিঃশ্বাস বন্ধ করে দেওয়া ছাই। চড়চড় শব্দ করে সন্ধ্যেটা পুড়ে যেতেই ঝুপ করে ফাঁকা অনুরাগ সময়ের জবরদখল নিলো হিংসুটে রাত্রি। আকাশে তখনো আগুন উৎসবের শেষ প্রহরে শিকারী মাসাই ড্রাম বাজিয়ে চলেছে – দ্রিম দ্রিম দ্রিম … টিন চুমুগুলো আগুন এড়িয়ে কিভাবে যেন মাটির সাততলা অন্দরমহলে সেঁধিয়ে ইউক্যালিপটাসের আগামী অঙ্কুর হয়ে যেতে থাকলো। শেষ বসতবাড়ির একতলার ভাড়াটিয়াদের বাচ্চাটা তখনো পড়েই চলেছে, টুইংকল টুইংকল লিটল স্টার…।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

18 thoughts on “বিদ্ধ বজ্রপাতের দিনগুলো ৩

  1. অনন্য এবং অনবদ্য গদ্য। অনেক ম্যাচিউরড এবং অনেকটাই বক্তব্যধর্মী।
    শুভেচ্ছা প্রিয় সৌমিত্র। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভেচ্ছা প্রিয় আজাদ ভাই। ভালো থেকো। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. একই সময়টা একেক জনের কাছে একেক চেহারা নিয়ে আসে। kiss

    1. ঠিক বলেছেন আসিফ আহমেদ ভাই। ভালো লাগলো আপনার মন্তব্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif 

  3. পড়লাম আর সময়টা অনুধাবন করলাম। 

    চমৎকার লিখেছেন শ্রদ্ধেয় ভাইয়া। 

    শুভেচ্ছা জানবেন।    

  4. * শুভ কামনা সবসময়, সুপ্রিয়….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ভালোবাসা কবি দিলওয়ার হুসাইন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. এমন লিখা কেবল আপনিই লিখতে পারেন কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. শুভেচ্ছা প্রিয় সুমন আহমেদ ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. শুভেচ্ছা কবি বোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. সৌমিত্র আপনার বিদ্ধ বজ্রপাতের দিনগুলো ৩ এর কথা অনেক ভালো লেগেছে। বেশ সুন্দর করে লিখেছেন,শব্দের ব্যবহার ছিলো দারুন।

    1. ভালোবাসা নিন মেঘ প্রিয় বালক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।