বৈদ্যুতিক খুঁটি বেয়ে নেমে আসা দয়িতার শীত
দরিদ্রদের উঠোনে নামাচ্ছিলো কুয়াশার প্লেন,
আমি দারিদ্রতা ভুলে প্লেট ভর্তি শীতকে
সেঁক দিতে শুরু করি উনুনে।
সিমের মাচানে যে রৌদ্র সাংসারিক হচ্ছিলো
বলে আমি মনে করেছিলাম-
অক্ষরের সমীকরণে তাকে ভাবতেই পারি রোদ্দুরের ট্রেন,
ভাবতেই পারি রক্ষণশীল বুনো নক্ষত্র
গোধূলী নামাচ্ছে বলে
সে সন্ধ্যায় গেঁও প্রেমিক ইশারা বুঝেনি।
আমি প্রেমিক চাঁদকে ডেকেছিলাম আমার একান্তে….
অথচ শীতের ডোড়াকাটা বাঘ সিজোফ্রেনিয়া ছড়ালো
আমি আক্রান্ত শিকারীর মত বিশৃঙ্খল চিল।
লেখাঃ ২১/০১/১৭ইং
শুভ সন্ধ্যা প্রিয় কবি দ্বীপ সরকার। কবিতার জন্য ধন্যবাদ।
বেশ নিত্য নতুন ভাবনা পেলাম দাদা
সিমের মাচানে যে রৌদ্র সাংসারিক হচ্ছিলো

বলে আমি মনে করেছিলাম-
অক্ষরের সমীকরণে তাকে ভাবতেই পারি রোদ্দুরের ট্রেন- বাহ!
অক্ষরের সমীকরণে তাকে ভাবতেই পারি রোদ্দুরের ট্রেন,
ভাবতেই পারি রক্ষণশীল বুনো নক্ষত্র
গোধূলী নামাচ্ছে বলে
সে সন্ধ্যায় গেঁও প্রেমিক ইশারা বুঝেনি “।
গেঁয়ো প্রেমিক ইশারা না বুঝলেও সমস্যা নেই – নতুন আনন্দে সে কবি হবে ।
শুভেচ্ছা আপনাকে ।