কুসুম আকাশ দুঃখ ক্লেশ গ্লানির সরব ভিড়েও ডানা খোলা …
এই আনন্দলোকের যাত্রি।
.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।
কুসুম আকাশ দুঃখ ক্লেশ গ্লানির সরব ভিড়েও ডানা খোলা …
এই আনন্দলোকের যাত্রি।
.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
গ্লানীতে ভরপুর জীবনের ঘানি
মর্মর যাতনায় শোসকের সাম্রাজ্য দেখি
আমার শুন্য ঘর তবু প্রিয় আশা
ফলে শস্যে ফুরাবে সকল হতাশা –
সালাম জানবেন মুরুব্বী ।
অনন্য মন্তব্য উপহার পেলাম আপা। বিনম্র সালাম জানালাম।
সোনালী ডানা মেলে পুষ্প রথে উড়ে
আজ সবাই এলো মনের দুয়ারে!
উড়ুক সবে পুষ্প রথের ডানায়। ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় বন্ধু।
কথা ও ছবি একাকার

ভালো বলেছেন প্রিয় কবি আলমগীর সরকার লিটন।
সালাম জানবেন মুরুব্বী
সালাম এর প্রত্যুত্তর জানবেন সালজার রহমান সাবু। ধন্যবাদ।
পরীক্ষামুলক মন্তব্য
পরীক্ষামূলক মন্তব্যে পাশ করেছেন মি. টেক প্রশাসক।
কুসুম আকাশ
দুঃখ ক্লেশ গ্লানির সরব ভিড়- অসাধারণ শব্দচয়ন!!
শুভেচ্ছা ভাইয়া।

কুসুম আকাশ দুঃখ ক্লেশ গ্লানির সরব ভিড়েও ডানা খোলা ওদের।

শুভেচ্ছা মি. মামুন। ধন্যবাদ।
ছবি একাকার
ধন্যবাদ মি. টেক প্রশাসক।
এই তো জীবন। ছবি আর বাণী চমৎকার।
শুভেচ্ছা জানবেন প্রিয় মাহবুব ভাই।