যোগাযোগের সব রাস্তা বন্ধ হয়ে গেলে
বিকেল ফুরানোর আগেই
যোগমুদ্রা রাত্রি নেমে আসে
অফসেট প্রেসে ছাপা হয়
মানুষের মুখে মৃত্যুর অনাঘ্রাতা ছায়া।
কাজরী বাতাস আসে
সুরসপ্তক, মুদ্রিত কাজল রেখায়
গুহাচিত্র আঁকে একমনে অবোধ নিয়ানডার্থাল;
মৃত্যুর মুখ রূপসী ইউনিভার্স
রহস্যখাদান উড়নির প্রান্ত চরে
অয়েলপেন্টিংয়ের গাঢ় বিমূর্ত আভাস
মৃত্যুর ক্লিভেজে অখন্ড শান্তির ব্রতকথা।
জুলপির রূপোলী ইলশেগুঁড়ি
অরাত্রিকা উচ্চারণ করে মৃদুস্বরে।
3 thoughts on “মৃতজন কথা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ সকাল।
কবিতায় ভালো লাগা রইল দাদা
কাজরী বাতাস আসে

সুরসপ্তক, মুদ্রিত কাজল রেখায়
গুহাচিত্র আঁকে একমনে অবোধ নিয়ানডার্থাল – অসাধারণ!!