বলেছিলে ভালোবাসবে
একমনে …
যৌন কথার ছোঁয়ায় দগ্ধ আকাশ
ক্রমাগত এক্সহস্ট পাইপ উগড়ে দেয়
কালো ধোঁয়া
বলেছিলে
কথা দিয়েছিলে –
ঝিমাই হাল্কা শীতে নিয়ে যাবে
মন্দারমণি
বিচ ফ্লাইটে ভাসাবে
সুগন্ধি ঢেউয়ের ফসফরাস চকমকিতে
অথচ
এখন ব্যস্ত কেন ডিপ্রেশনের অন্ধকারে!
আমার গ্যালাক্সি জুড়ে
সুপারনোভার মহা বিস্ফোরণ
আমার পরমাণু
সিগ্রেটের পরিত্যক্ত ছাই,
এ নাশকতায়
তুমি কোথায়
কাল্পনিক আটলান্টা
সন্ধানে!
5 thoughts on “ঊর্ণি চূর্ণি ১৮”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ঊর্ণি চূর্ণি ১৮ চলে আসায় ঊর্ণি চূর্ণি ধারাবাহিক পড়ায় জটিলতা বাড়লো কিনা জানিনা।
তবে পর্ব হিসেবে না পড়ে একক লিখন হিসেবে কবিতাটি পড়লাম।
শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র।
আমি যে নিজেই বেহিসাবি প্রিয় ভাইয়া মুরুব্বী। ভালোবাসা অফুরন্ত।
বলেছিলে ভালোবাসবে

একমনে …
যৌন কথার ছোঁয়ায় দগ্ধ আকাশ
ক্রমাগত এক্সহস্ট পাইপ উগড়ে দেয়
কালো ধোঁয়া
অশেষ ধন্যবাদ ও ভালোবাসা প্রিয় মামুন।
স্বাগত কবিদা’
অনেক অনেক ভালোবাসা আপনার জন্যও।
