নিষিদ্ধ স্লোগান

এইযে বাড়ছে ক্ষুধা
আশ্বিনের রাতের মতো
নিষিদ্ধ কাম
কার্তিকের মতো
অথচ আমরা কুকুর নই
মানুষ!

তবুও জীবন ক্ষয়ে যাচ্ছে
বাস্তিল দুর্গ পতনের মতো
আর আমরা
মানুষ ও মানবতার জয় হোক
স্লোগানে ভেঙ্গে দিচ্ছি
পাখিদের ঘুম।

4 thoughts on “নিষিদ্ধ স্লোগান

মন্তব্য প্রধান বন্ধ আছে।