কসম খোদার, তুমি আমার সুন্দরী
(সুন্দরী সিরিজের কবিতা)
…………………..
দম মারো দম, তখন টানি হরদম, জয়বাবা ফেলুনাথ
আমার শরৎ সাদা মেঘলা আকাশে তুমি পুর্ণিমারই চাঁদ
চার তলার ছাদ বরাবর তোমার পঞ্চম তলার বারান্দা
চোখর হাসির বাধ ভেঙ্গে যায়, হাতের আঙুলে করি ইশারা
মন যদি মন ছুয়েছে, প্রেম সাগরে ডুবে যেতে কেন তবে দেরী
তেমার জন্য মরতে পারি, কসম খোদার, তুমি আমার সুন্দরী!
জেগে জেগে নির্ঘুম সারা রাত, এক শব্দ লিখে দুই শব্দ কাটি
হৃদয়াবেগের কালি দিয়ে লিখে ফেললাম চার পাতার চিঠি
এদিক ওদিক দেখে শুনে বারান্দাতে চিঠিখানি যেই ছুড়েছি
বুঝতে পেলাম প্রথম দিনেই আমি বড়ই ভুল যে করেছি
চিঠি পরেছে তোমার মায়ের হাতে! থোরাই কেয়ার করি-
তোমার জন্য মরতে পারি, কসম খোদার, তুমি আমার সুন্দরী।
তোমার বড় ভাই, মস্তানীতে জুড়ি নাই, কাঁপে সব লোকে
বীর পুরুষের কলিজা, জুটল সহসা, নিরিহ আমার বুকে
গাছে আমায় বেধে, সকলে একসাথে, মারল কিল-কুনি-ঘুষি
রক্তমাখা ঠোটে, বলছি অকপটে, তোমার বোনকে ভালোবাসি!
প্রেম করেছি বেশ করেছি, মার খেয়ে তবু তোমায় যাইনি ছাড়ি
তোমার জন্য মরতে পারি, কসম খোদার, তুমি আমার সুন্দরী।
লিখাটি লিরিকস হিসেবেও চমৎকার মানাবে স্যার।
‘প্রেম করেছি বেশ করেছি, মার খেয়ে তবু তোমায় যাইনি ছাড়ি …

সত্য পুরুষের সাহসিকতা দেখে মুগ্ধ হলাম। এমন অভিজ্ঞতা নেহায়েত মন্দ নয়।
সর্বোপরি সুন্দরী সিরিজের জন্য রইলো অপার ভালোবাসা।
গাছে আমায় বেধে, সকলে একসাথে, মারল কিল-কুনি-ঘুষি
রক্তমাখা ঠোটে, বলছি অকপটে, তোমার বোনকে ভালোবাসি!
বাহ দারুণ! কিন্তু সুন্দরী কি………………………………?
ধন্যবাদ ভাই।
আপনার অস্পষ্ট প্রশ্ন অস্পষ্ট থাক, আর উত্তর থাক অদৃশ্য।
জয় বাবা ভোলা নাথ!

জেগে জেগে নির্ঘুম সারা রাত, এক শব্দ লিখে দুই শব্দ কাটি
হৃদয়াবেগের কালি দিয়ে লিখে ফেললাম চার পাতার চিঠি – বাহ!
আপনার লেখায় সুন্দর অনুভূতির সাথে ছন্দের ঝংকার- সব মিলিয়ে ভালো লাগে। মুগ্ধতা এ পর্বে ও।

দম মারো দম, তখন টানি হরদম, জয়বাবা ফেলুনাথ
আমার শরৎ সাদা মেঘলা আকাশে তুমি পুর্ণিমারই চাঁদ——-অসাধারণ লাগল মালেক দা
আর ভালোবাসা রইল
সুন্দরী সিরিজের কবিতা আমার ভাল লাগে
জেনে প্রীত হইলাম। আমার এই সিরিজে আরও অনেকের ভাল লাগত বলে মন্তব্য ঘরে জানিয়েছিলেন। শব্দনীড় নতুন করে চালু হবার পর তাদের আর দেখিনা আর!!!!