লাল ঘুড়ি

বন্ধু তোর লাল ঘুড়িটা আমায় দিস নাটাই ছাড়া
মনের সুখে উড়বে আকাশে বাঁধন হারা
যাক উড়ে যাক দূর দিগন্তে একলা একা।

স্বপ্ন চোখে উড়িয়ে দেবো স্নিগ্ধ রাতের বেদনগুলো
সুখগুলো সব ঘুচিয়ে দেবে আঁধার রাতের কালোগুলো
স্বৈরাচারী নাচের মাতম তুলে ভাসবো আমি তোর দুচোখে
তোর কাছে যেন আসতে পারি দখিনা জানালা রাখিস খুলে।

চৈতালি হাওয়ার দিনে নাটাই ছাড়া উড়বে ঘুড়ি
অজানা পথে যাক ভেসে পাগল হওয়া অভিশাপে।

4 thoughts on “লাল ঘুড়ি

  1. চৈতালি হাওয়ার দিনে নাটাই ছাড়া উড়বে ঘুড়ি।
    শুভেচ্ছা এবং শুভসকাল প্রিয় কবি মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।