তুমি বলছো রাত্রি এলো
ওরা বলছে ভোরের আলো
ভাবতে গেলেই মাথার ভেতর
ঘুনুপোকাদের কিরর্ কিরর্…
তুমি বলছো রাজনীতি চাই
আদর্শবাদ ধানাই পানাই
নুন আনতে পান্তা উধাও
আমার সকাল আমার বিকেল।
তুমি বলছো রুখে দাঁড়াও
ওরা বলছে কামাও কামাও
আমার ব্রেনে চিমটি কাটে
ছেলেমেয়ের স্কুল খরচা।
তুমি বলছো ফ্রী বাক্ চাই
ওদের মুখে একই সানাই
ধারেদেনায় বিক্রী আমি
ফলিডল ধার দেবে ভাই!
3 thoughts on “নিজকিয়া ১১”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সিরিজ কবিতার সাথে হাঁটছি। শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় সৌমিত্র।
পড়ছি, পড়ে যাচ্ছি, ভাল পাচ্ছি, ভাল পাব আরও আরও, আশায় আশায়।
খুব সুন্দর