আমরা বড় হচ্ছি
আমাদের শৈশব চেটে খাচ্ছে মহাকাল
যৌবনের ভরা সময় পুড়ে যাচ্ছে দুপুরের রোদে
পুড়ে যাওয়া পথ ধরে মুমূর্ষু দেহঘড়ি হেঁটে চলে টিক, টিক, টিক
আমাদের বারোয়ারি ভালোবাসা ভেসে যাচ্ছে যমুনার জলে।
মাটিতে এখন শৈশবের ঘ্রাণ নেই
বেশভূষায় ধরেছে আদিকালের জং
ডায়েট কন্ট্রোল করে পথ চলার চেষ্টা করছে আশ্বিনের দীর্ঘ রাত।
দ্বিতীয় স্তবক অপেক্ষা প্রথম স্তবক বেশী বেশী নিজের মনে হলো।
অভিনন্দন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।
মাটিতে এখন শৈশবের ঘ্রাণ নেই
বেশভূষায় ধরেছে আদিকালের জং
ডায়েট কন্ট্রোল করে পথ চলার চেষ্টা করছে আশ্বিনের দীর্ঘ রাত
অসাধারণ।