লিখিত তালিকা নেই, যা আছে মুখে মুখে পড়া। গড়া আর
ভাঙার বিবরণ। এখন, এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে
যে তন্বী তরুণী পড়ছে ”দ্যা রীডার” বই। সই নয় সে ও
আমার। তার অন্য হাতে ঝুলে আছে একটা পোষ্টার। ”বর্ডার”
শিরোনামে কিছু সাদাকালো আঁচড়। জড় কিংবা জীব সবাই
চায় থেকে যেতে সীমান্তবিহীন। দিন আর রাতের সমীপে।
জপে নাম নৃত্যনামতার, ভাঙার সূতো ছেঁড়া সমতল দ্বীপে।
3 thoughts on “ভাঙার বিবরণ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রিয় কবি ইলিয়াস ভাই। ধন্যবাদ।
জড় কিংবা জীব সবাই


চায় থেকে যেতে সীমান্তবিহীন। ”
শুভকামনা
অনেক ধন্যবাদ ও শুভ কামনা।