ফাল্গুনের গান

sayemmoon007happy_1340100172_1-bonjui

ঐই বাঁশবাগানের পাশে শিমুল ডালে ডালে
পাগলা করা সুর বেজেছে শুনরে তোরা শুন
শিমুলফুলে নতুন অঙ্কুর ডগায় মাতিয়েছে আজ
কোকিলের শিশির ভিজা সুরের গুনগুন গান।

বসন্ত আমার মাথার উপর শুকনো পাপড়ির গান
নারে বেলগাছের বেলেঠুকর মারে টান-
ফাল্গুনী হাওয়া করে যায় হিয়ার মাঝে আনচান
একগোচ্ছ সোনালীস্বপ্ন আশায় সাজে প্রান;

বসন্ত আমার চলছে শস্যশ্যামল গাঁয়
ফাল্গুনী আমার শহরমুখে শিমুলফুলের ডগায়-
তবুও আমার ফুটেছে বসন্ত ফুলের বাহার !
কোকিলেরা গান গেঁয়ে যায় ফাল্গুনের গান।
১৩/০২/১৭
———–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “ফাল্গুনের গান

  1. বসন্ত আমার চলছে শস্যশ্যামল গাঁয়
    ফাল্গুনী আমার শহরমুখে শিমুলফুলের ডগায়-
    তবুও আমার ফুটেছে বসন্ত ফুলের বাহার !
    কোকিলেরা গান গেঁয়ে যায় ফাল্গুনের গান- https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বসন্ত আমার চলছে শস্যশ্যামল গাঁয়
    ফাল্গুনী আমার শহরমুখে শিমুলফুলের ডগায়-
    তবুও আমার ফুটেছে বসন্ত ফুলের বাহার !
    কোকিলেরা গান গেঁয়ে যায় ফাল্গুনের গান।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।