সন্ধ্যাবতী গাঁও
ঐ দেখা যায়, ঐ যে তোমার গাঁও। উজান পথে ঐ দিগন্ত পাড়ে। সন্ধ্যাবতী গাঁও। দক্ষিণা বায় কলাপাতা কাঁপা গাঁও। উজান পথের একটু খানি বাঁক পেরুলেই। উঠানে সেথা গরুর বাতান, খড় ভূষি খায়। লাউ এর মাচায়, সাদাফূল দুলে।
সন্ধ্যাবতী গাঁও। তোমারই শৈশব, কৈশর যৌবন আঁধার মাখা গায়। গরুর লাল বাছুরের, অদম্য ছুটাছুটির কৈশর। ডোবার ধারে, বরশিতে মাছ ধরা, ফড়িং ডানার, প্রজাপতির পিছে ছোটে ছোটে, যৌবন পায়ে, পদাবলী আঁকা সন্ধ্যাবতী গাঁও।
1423/02, ফাল্গুন/বসন্তকাল।
ফাগুন মাসের শুভেচ্ছা গ্রহণ করুন কবি ।


ফাগুনের আগুন জ্বলা শুভেচ্ছা জানবেন,,,,,,,,,,,,,,,
বাসন্তী শুভেচ্ছা প্রিয় কবি।

আপনাকে্ও আমার বসন্ত ভালোবাসা,,,,,,,,,,,,

প্রাণঢালা ভালোবাসা প্রিয় বন্ধু। শুভ সন্ধ্যা।
এমন বসন্তে ভালোবাসা ছাড়া আর কি বা দেই বন্ধু,,,,,,,,,,,,,,

** মান্নান ভাই, শুভ কামনা সবসময়….
ভাই বসন্ত ভালোবাসা জানবেন,,,,,,,,,,