জেগে থাকুক প্রেমিকপ্রবর

যার সাথে আমার জন্ম জন্মান্তরের প্রেম
তার নামেই আমি লিখে দিয়েছি অন্তর-অভ্যন্তর, বুকের হেরেম
স্বর্ণালোকে জাগিয়ে রেখেছি স্বপ্ন- নিরন্তর…
বাঁকের শাঁখে শাঁখে মন্থর ধ্বনি, অতলে প্রাণেশ্বর
স্পর্শের নিবিড় গন্ধ শুঁখে শুঁখে প্রজাপতিরা চিনে ফুলের ধর্ম
মর্ম মহিমা মেখে মেখে জোয়ারের জন্য প্রস্তুত হয় মদিরা বর্ণ স্রোত;
যেখানে ক্ষণে ক্ষণে রচিত হয় নিত্য নতুন উপমা, হেম চূর্ণ পথ
জন্ম হয় নিদারুণ স্বর…কলকল ধ্বনি
অরণ্য মন্থন শেষে- পুণ্য জোছনায় ভাসে সুতৃপ্ত হৃদয়, বহ্নি শিখায়
উজ্জ্বল মুখ খানি নয়ন ভরে দেখতে দেখতে- নেমে আসে তন্ময়…
আমি নিষাদ উন্মত্ত… চিরন্তন
চন্দ্রিমা রাতে নামি শৈল প্রপাতে- উষ্ণ তনিমার সংগুপ্ত ধন
আমি অহোরাত্রি রঙ্গিন হই মত্ত চুম্বনে
জনম জনম ভালবাসি তারে- এই তাম্র তিয়াসের মনে ;
তাই বিলুপ্ত হোক দিন ক্ষণ গুনে গুনে ভালবাসার নিয়ম- নখর
রঙ্গো বরষে প্রাণের পরতে পরতে স্বপ্ন বুনে বুনে -প্রেম হোক অবিনশ্বর!
পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে নির্বিচারে হোক গোলাপের আবাদ
কবিতার রন্ধ্র- মন্দ্র চিনে চিনে- জেগে থাকুক প্রেমিকপ্রবর… স্থাবর হাত।

দাউদুল ইসলাম।
ভ্যালেন্টাইন ডে ২০১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

11 thoughts on “জেগে থাকুক প্রেমিকপ্রবর

  1. চন্দ্রিমা রাতে নামি শৈল প্রপাতে- উষ্ণ তনিমার সংগুপ্ত ধন
    আমি অহোরাত্রি রঙ্গিন হই মত্ত চুম্বনে
    জনম জনম ভালবাসি তারে- এই তাম্র তিয়াসের মনে – শুভেচ্ছা!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. “অরণ্য মন্থন শেষে- পুণ্য জোছনায় ভাসে সুতৃপ্ত হৃদয়, বহ্নি শিখায়
    উজ্জ্বল মুখ খানি নয়ন ভরে দেখতে দেখতে- নেমে আসে তন্ময়…”

    ___ দারুণ সব লিখায় আপনার হাত এবং মেধা অসাধারন। বিনম্র সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. যার সাথে আমার জন্ম জন্মান্তরের প্রেম
    তার নামেই আমি লিখে দিয়েছি অন্তর-অভ্যন্তর, বুকের হেরেম

    বুকের হেরেম দারুন –
    ফাল্গুনের শুভেচ্ছা কবি ।

  4. কবিতার গাঁথুনি আমার কাছে বসন্ত বাগানের মত সুন্দর লেগেছে। শুভেচ্ছা নিবেন দাউদ ভাই।

  5. পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে নির্বিচারে হোক গোলাপের আবাদ
    কবিতার রন্ধ্র- মন্দ্র চিনে চিনে- জেগে থাকুক প্রেমিকপ্রবর… স্থাবর হাত।

    * শুভ কামনা নিরন্তর….

মন্তব্য প্রধান বন্ধ আছে।