বেলা

শিশু রবি হামা দেয় পূব গগনে।
কু্জনে কুজনে জাগে বিহঙ্গ ভোর বিহানে।
আলো আধারি খেলায় রত রং এর বাহার।
রূপালী, গোলাপি, সোনালী বিমূর্ত মূর্ছণা ধরার।
বেহাগে সমীর সন্তরনে ঢেউয়ের নৃত্যে।
ঝিলি মিলিতে রাশি রাশি মীন যোগে স্বাগত নৃত্যে।
পাহাড়ী ঢালে ঝর্নাধারা কুলু কুলু রবে জানায় প্রসন্নতা।
পাখ পাখালী সুরে সুরে জানায় তাঁরই বদান্যতা।
ঊর্ধ পানে সূধা পায়ি গাছ গাছালি জানায় সম্ভাষণ ।
সৃষ্টির স্রষ্টার কারিগরি করে অন্বেষণ।
জীব জানোয়ার পলকে পলকে বাঁচে তাঁরই মহিমা।
বেভুলে হয়োনা নি:স্ব করতে তাঁরই গরিমা।
বেলা বাড়ে, বাড়ে আয়ু নেমে আসে সন্ধ্যা।
নিভে যাবে সব আলো যবনিকা হবে জীবন সন্ধ্যা।
মেঘে মেঘে হল বেলা ঘনিয়ে এল ঘোর।
হেসে খেলে গেলো কেটে বেঘোরে সোনালী ভোর।
জীবন সায়হ্নে মেলাতে বসে জীবনের খেরো খাতা
শুভঙ্করেরর ফাঁকিতে ভরা জাপিত জীবনের পাতা।
তন্ত্রে মন্ত্রে পার হওয়া হবেনা অকূল দরিয়া।
সময় থাকতে বৈতরনী পারে হওরে মরিয়া।
পৃথিবী সমান সোনাও নয় ,নয় কোন সুপারিশে।
এক রুজুই ধরলে পরে , পার পাবে অনায়াসে।

10 thoughts on “বেলা

  1. তন্ত্রে মন্ত্রে পার হওয়া হবেনা অকূল দরিয়া
    সময় থাকতে বৈতরনী পারে হওরে মরিয়া।
    পৃথিবী সমান সোনাও নয়, নয় কোন সুপারিশে
    এক রুজুই ধরলে পরে, পার পাবে অনায়াসে।

    ___ মহান আল্লাহতাআলার পানাহ পেতে তার হুকুম আমাদের মানতে হবে। আমিন।

  2. জীব জানোয়ার পলকে পলকে বাঁচে তাঁরই মহিমা।
    বেভুলে হয়োনা নি:স্ব করতে তাঁরই গরিমা।
    বেলা বাড়ে, বাড়ে আয়ু নেমে আসে সন্ধ্যা।
    নিভে যাবে সব আলো যবনিকা হবে জীবন সন্ধ্যা।

    ভালো লাগল কবিতাটি
    ভীষণ এক সত্যের খুব সুন্দর উপস্থাপন;
    প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা –
    :)

  3. বেলা বাড়ে, বাড়ে আয়ু নেমে আসে সন্ধ্যা।
    নিভে যাবে সব আলো যবনিকা হবে জীবন সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

      1. সালামের জবাব জানবেন।

        জি, তার আগেই ফিরে আসুক হুশ- সহমত।

        ভালো থাকুন সবসময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।