অফসোস, সময়ের মাথায় তীব্র ব্যাথা
হাজার এ্যান্টিবাইটিক দিয়ে যাচ্ছে না সারা ;
ঠিক ! ঘড়িটার ডান পাশ্বের ও কানটাতে
যাচ্ছে না কোন শব্দের টিংটাক শোনা;
তবুও আদর যত্ন নাই বেসামাল সময়টা !
ইচ্ছা করে হাত মনে মেরে দিবে থেকনা-
শুধু -শুধু ব্যাথার শেষটা কথায় -কানের বুঝি বায়না,
বলো -বলো ব্যাথার শেষটা কথায় দেখা আর না।
১৫/০২/১৭
======
কবিতার ধন্যবাদ মি. সরকার। সুন্দর।
অশেষ ধন্যবাদ মুরুব্বী দা
ভাল থাকুন
ঠিক ! ঘড়িটার ডান পাশ্বের ও কানটাতে

যাচ্ছে না কোন শব্দের টিংটাক শোনা –
জ্বি মামুন দা অসংখ্যা ধন্যবাদ
ভাল থাকুন———–