ভুলে যাবার অপরিহার্যতা ভেবে; ভুলে যেতে চাই
পাড়ি দেই ভূমধ্য সাগর!দিগন্তের ওপারে পাড়ি জমাই
ছায়া হয়ে তবু ছুটে চলে অশান্ত হৃদয়-
কোথাও কেউ নেই; নির্জন তেপান্তর! মরু যেন হয়ে ওঠে মায়াময়।
আহ্নিক গতির চেয়েও এক দ্রুত গতির অশরীরী ছায়া
পিঁছু নেয় দিবানিশি! মন্থর থেকে মন্থরতর হয় কায়া;
পালাতে পারিনা আমি; পালাতে গিয়ে হই বন্দী
এক অশরীরী ছায়া হয়ে তুমি হয়ে পড় নিত্য সঙ্গী।
আমার আমিকে খুঁজে ফিরে; চোখ দেখি নীলাকাশ
অন্তরাত্মায় বিরাজ করে অবসাদের দীর্ঘশ্বাস!
নির্জনতার উত্তরিতে মুখ ঢেকে চলি বারমাস-
তখনও সেই অশরীরী ছায়া বুকের মাঝে খুঁজে চলে নিশ্চিত আবাস ।
“পালাতে পারিনা আমি; পালাতে গিয়ে হই বন্দী
এক অশরীরী ছায়া হয়ে তুমি হয়ে পড় নিত্য সঙ্গী।”
**ভালবাসা তো এমন ই প্রিয় কবি। অনেক অনেক শুভেচ্ছা সেই সাথে শুভ সকাল।
** অনেক অনেক ধন্যবাদ কবি মামুন…
আপনার লিখায় আমি দেশপ্রেম মানবপ্রেম খুঁজে পাই। ভালো লাগে এমন লিখন।
শুভ সকাল প্রিয় কবি।
** সালাম জানবেন সুপ্রিয় প্রেরনাদাতা মুরুব্বী।