পূব আকাশে সূর্যি হাসে
হাসে ফুলের কলি।
ভোর সকালের হিমেল হাওয়ায়
উড়ে আসে অলি।
শিশির ভেজা ফুল কলিরা
খুশবু ছড়ায় সুখে।
সূর্যিমামা ছড়ায় আলো
লাবন্য ছড়ায় সুখে।
পাপড়িগুলো থরে বিথরে
বিকশিত মায়ায়।
মৌলোভীরা ফুলপরাগে
ব্যস্ত মহুর্মুহু হানায়।
ভোর বাতাসও সুবাস মেখে
জড়িয়ে থাকে পাশে।
তাই না দেখে সূর্যিমামা
মিটি মিটি হাসে।
4 thoughts on “ফুলের হাসি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভোর বাতাসও সুবাস মেখে
জড়িয়ে থাকে পাশে।
তাই না দেখে সূর্যিমামা
মিটি মিটি হাসে।
খুবই সুন্দর হয়েছে লিখাটি। শুভেচ্ছা সহ সালাম জানবেন আপা।
সালাম,ধন্যবাদ দাদা শুভকামনা সব সময়
ভালো লাগলো! শুভেচ্ছা সেই সাথে শুভ কামনা কবির জন্য।
নীড়ে স্বাগত
শুভকামনা সতত