পুতুল ঘর

পুতুল ঘরে কি বাতি জ্বলাও
নিত্য করো গানের আসর-
কে শুনিলো কে বা মজাইলো
পুতুল ঘরে জ্বলে রঙিন আলো ।

চোখ জুড়ে নিত্যই দেখি অন্ধকার
মনে নিত্যই করো বাহারি অহংকার-
পতুল ঘরে ছোঁয়ে দিবে ধূসর মাটি
সংসার গানের আসর হবে চির খাটি!

খাটি মাটি বাঁশচাটি কপালে আমার
মজাইলো না মজাইলো না পুতুল ঘর
জীবনের সন্ধীক্ষণে শুধু অভিনয় কাজে
কর্মে ভয় নেই মুখে মুখে বলো ঈশ্বর !

কয়দিন সাজিয়ে রাখবে আর পুতুল ঘর
কয়দিন জ্বালাবে আর রঙ্গমশাল আলো
শুধু আঁধার আসবে নেমে গানের আসর
আমার পুতুল ঘর রে পাগলা পুতুল ঘর।
১৮/০২/১৭
———–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “পুতুল ঘর

  1. খাটি মাটি বাঁশচাটি কপালে আমার
    মজাইলো না মজাইলো না পুতুল ঘর
    জীবনের সন্ধীক্ষণে শুধু অভিনয় কাজে
    কর্মে ভয় নেই মুখে মুখে বলো ঈশ্বর !

    *শুভেচ্ছা এবং অনেক ভালো লাগা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।