পুতুল ঘরে কি বাতি জ্বলাও
নিত্য করো গানের আসর-
কে শুনিলো কে বা মজাইলো
পুতুল ঘরে জ্বলে রঙিন আলো ।
চোখ জুড়ে নিত্যই দেখি অন্ধকার
মনে নিত্যই করো বাহারি অহংকার-
পতুল ঘরে ছোঁয়ে দিবে ধূসর মাটি
সংসার গানের আসর হবে চির খাটি!
খাটি মাটি বাঁশচাটি কপালে আমার
মজাইলো না মজাইলো না পুতুল ঘর
জীবনের সন্ধীক্ষণে শুধু অভিনয় কাজে
কর্মে ভয় নেই মুখে মুখে বলো ঈশ্বর !
কয়দিন সাজিয়ে রাখবে আর পুতুল ঘর
কয়দিন জ্বালাবে আর রঙ্গমশাল আলো
শুধু আঁধার আসবে নেমে গানের আসর
আমার পুতুল ঘর রে পাগলা পুতুল ঘর।
১৮/০২/১৭
———–
পুতুল ঘর কবিতার জন্য শুভেচ্ছা জানবেন কবি মি. সরকার।
জ্বি মুরুব্বী দা অসংখ্যা ধন্যবাদ
খাটি মাটি বাঁশচাটি কপালে আমার
মজাইলো না মজাইলো না পুতুল ঘর
জীবনের সন্ধীক্ষণে শুধু অভিনয় কাজে
কর্মে ভয় নেই মুখে মুখে বলো ঈশ্বর !
*শুভেচ্ছা এবং অনেক ভালো লাগা…
জ্বি দাদা অনেক ধন্যবাদ