মাটি ঠেলে দুটি পা এগিয়ে যায়
ওভারব্রিজ পার হলেই নিয়ন আলো ঘিরে ধরে
শহরগুলো আজকাল বড় জাদুকর
প্রত্যেক মানুষকে বানিয়ে ফেলছে বিমানযান
উড্ডয়ন নিষিদ্ধ এলাকায় গেলে আগুন ঝরে।
এমন কতো মায়ামুখ চলে গেছে গ্যালাক্সি পথে
যে মেয়েরা ঘুমিয়ে পড়তো আলোকরেখা বরাবর
আজ সেখানে বিগত দিনের অন্ধকার।
আমরা বড় বেহুঁশ প্রজাতির দল
ওভারব্রিজ পার হলেই সব ভুলে যাই
পিছনে অবহেলায় পড়ে থাকে মাটিখেলার বল।
‘আমরা বড় বেহুঁশ প্রজাতির দল
ওভারব্রিজ পার হলেই সব ভুলে যাই
পিছনে অবহেলায় পড়ে থাকে মাটিখেলার বল।’
অনেক সুন্দর লিখা প্রিয় কবি। শুভ অপরাহ্ণ।
ধন্যবাদ মুরুব্বী