আদিম উৎসবে

আদিম উৎসবে
(সুন্দরী সিরিজের কবিতা)
……
এক.
কে যায় সেখানে? নির্বোধ, দুর্বোধ্য, নিথর, নগ্ন;
হারিয়ে ফেলেছে দক্ষতা? ভোজ উৎসব হতে শক্তি রূপান্তরে,
হারিয়ে ফেলেছে সর্ব কর্মসঞ্চালন ক্ষমতা? সে আজ মৃত!

জীবিত বা মৃত যে কোন অবস্থায় মানুষের প্রকৃত অবস্থা কি?
আমি আমার কে? তুমি তোমার? তুমি তো জানো, মৃত্যু কেন্দ্রিক
জীবন যাপনের যে পদ্ধতিগুলি প্রচলিত আমি তাতে পুরোপুরি অভ্যস্থ নই,
মানুষতো মৃত্যুতে যে অর্থহীনতা জন্ম লয় তার শূন্যতায় ঈশ্বরকে ডেকে আনে,
অত:পর উপসনার পদ্ধতির পার্থক্যে তারা পরস্পর আলাদা হয়ে যায়,
কেন আমি উপসনায় মত্ত হব? কেন আমি নিজেকে আচার অনুষ্ঠানে পূর্ণ
কতগুলি মন্ত্র উচ্চারণে সীমাবদ্ধ রাখব?

আমি জানি আমি অস্তিত্ববান আর শব্দময়,
মহাবিশ্বের প্রতিটি বস্ত আমার দিকে সাংকেতিক বানী পাঠায়,
আমি শুধু জানি আমাকে সেইসব বানীকে লিপিবদ্ধ করতে হবে,
করে তুলতে হবে শব্দময়।

দুই.
আমার কবিতাগুলি প্রেমের উচ্চারণ, সৃষ্টিশীলতার অনন্য অনুভব,
বস্তুকে আত্মায় রূপদানের অনন্য মাধ্যম,
প্রেমেরর চেয়ে মাধুর্যময় আর কোন চিত্রকর্ম নেই অনুভব ক্যানভাসে ।

কে সে? রাজ্যজয় করে উঠেছে ক্ষমতারশীর্ষে?
কে সে? অর্থের পাহাড়ে দাঁড়িয়ে গায় সফলাতার গান?
আমি তাকে প্রতিদ্বন্ধী ভাবি না কখনও,
আমি তাকে সুশাসনের আহ্বান জানাই,
কি হাস্যকর সে আমাকে আদেশ দেয়, কহে- তাকে বলি মহামান্য!
তার সম্মানতো আলাদা কোন নয় একজন মানুষ থেকে!

এইসব কোলাহল আর বেদনাহত যন্ত্রনাকে পাশ ফিরিয়ে
তোমার কাছে ফিরে ফিরে আসি, হে অমিতব্যয়ী প্রেমিকা আমার,
সব কিছু মুছে যায় যাক , এসো, জেগে থাকি যতক্ষণ জেগে থাকা যায়
সৃষ্টিশীলতার আদিম উৎসবে।

9 thoughts on “আদিম উৎসবে

  1. আপনার সামান্য আগ্রহ থাকলেই এবার আমরা অসাধারণ এই সিরিজের লিখা নিয়ে দারুণ একটি গ্রন্থ উপহার পেতে পারতাম। আপনার মেধা শক্তির প্রতি শ্রদ্ধা প্রিয় কবি।

  2. আমিও জনাব মুরুব্বীর সাথে সহমত। আর একটা বই হোক ২০১৮ বই মেলায়।

  3. হে অমিতব্যয়ী প্রেমিকা আমার,
    সব কিছু মুছে যায় যাক , এসো, জেগে থাকি যতক্ষণ জেগে থাকা যায়

    সুন্দরী সিরিজের কবিতা আমার খুব ভাল লাগে। আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কবি।

    1. বাড়িয়ে বা কমিয়ে বলব না আপনার মতো কেউ যখন বলছেন যে সিরিজটি ভাল লাগে তখন লেখালেখির প্রতি একটা আলাদা টান তৈরি হয়। খুব ভাল থাকবেন। শুভ কামনা আপনার পুরো পরিবারের প্রতি। ধন্যবাদ।

  4. অসাধারণ একটি কবিতা! পুণরায় পাঠের সুযোগ দানে অনেক কৃতজ্ঞতা।

    ভালো থাকুন সবসময়।

  5. প্রিয় সিরিজ আবার পড়া শুরু করতে পেরে ভাল লাগছে। অনেক শুভকামনা থাকল।
    :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।