চৈতন্য হারা অরণ্য পুড়ছে প্রখর রোদ্দুরে
তৃষ্ণার্ত ঠোঁট ছুঁয়েছে পলাশ অগ্নিঝরা দুপুরে
আকাশ জুড়ে আবেগের বলিরেখা- বিদীর্ণ সুর
চোখে তার অমর্ত্যের স্বপ্ন আঁকা- বুকে ভাংচুর।
শুনি চারদিকে কড়মড় ধ্বনি
তেপান্তরের বুক ছুঁয়ে আসা বাতাসের কানাকানি,
অন্তরে অন্তরে অজস্র বুনোহাঁসের ফিসফাস
বসন্ত চুম্বনে পুড়েছে জীবন্ত নদী- বিহঙ্গীর গুপ্ত নিবাস।
আমি বিনে কেউ দেখেনি- তন্বী নয়নের বহ্নি
দেখেনি,বাউলের গানে প্রাণের আকুতি বেড়েছে বহুগুণ,
সাপ নেউলের আলিঙ্গনে বিস্মিত শকুন,দেখেছে রুদ্ধ শনি!
অথচ, বসন্ত জানে- কোন সুবাসে মত্ত হয় মন, সিক্ত হয় ধরণী।
দা উ দু ল ই স লা ম
১৮/২/১৭
বারুদের মতো একেকটি লিখা দিয়ে এমন মুগ্ধ করে গায়েব হয়ে যান যে,
আশে পাশে খুঁজেও আপনাকে পাইনা স্যার। অসাধারণ লিখিয়ে আপনি স্যার।
বসন্তের জানে
এই কথাটার মানে কি ডাক্তার?