মানুষ

কোথায় মানুষ! শুধু হতভাগ্য দীর্ঘশ্বাস
ঘুমদেশের পাশে অসহায় এক যতিচিহ্নের বাস
আমি কিছুই বলতে পারি না ধর্মালয়ে ধার্মিকের ভীড়!
এমন এক সম্ভাবনার জন্ম দিচ্ছে তারা যেন
এক আসমান উচ্চতায় তাদের বাস

শুধু চন্দ্রটাকে ছুঁতে পারি না আক্ষেপ থেকে যায় মৃত্যুর মতো
কতো মধুর সম্পর্ক অনিঃশেষ মিথ্যাচারে নষ্ট হলো
মমতার আলো গলে পড়লো বিস্তৃর্ণ জমির আলে
কোথায় মানুষ? রিপুর তাড়নে সবাই তো দেখি
একটা একটা রঙিন ফানুস।

2 thoughts on “মানুষ

  1. শুধু চন্দ্রটাকে ছুঁতে পারি না আক্ষেপ থেকে যায় মৃত্যুর মতো।
    ___ বাস্তব জীবনের কঠিন শব্দ-মিশ্রণ। ভালো কবিতা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।