গিরগিটি হতে চাইলেই গিরগিটি হওয়া যায়!
রঙ পরিবর্তণের সেই যন্ত্রণাদায়ক সেকেন্ডগুচ্ছ
ভুলিয়ে রাখে মানুষ অবয়ব, রক্তের ইউনিভার্সাল রঙ
অববাহিকায় ভাসানীয়া গান গাওয়ার বিরল মূহুর্তগুলো।
বহুরূপী হতে গেলে অসাধারণ প্রতিভার মালিক হতে হয়
রঙ পরিবর্তণের আগে পরে ভুলে যেতে হয়
অতীতের সবান্ধব উল্লাস, নির্মোক স্থিতিস্থাপকতায় ;
বহুরূপী হতে চাইলেই হতে পারে না সবাই।
2 thoughts on “নিজকিয়া ৭”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
‘রঙ পরিবর্তনের আগে পরে ভুলে যেতে হয়
অতীতের সবান্ধব উল্লাস, নির্মোক স্থিতিস্থাপকতায় ;
বহুরূপী হতে চাইলেই হতে পারে না সবাই।’
___ বাস্তবতা। শুভেচ্ছা রইলো প্রিয় কবি সৌমিত্র।