জনারণ্যের এই কণ্টক মিছিলের ভীড়ে তুমি একা নও : অফিস ফেরত ট্রাফিক সিগন্যালে মুহূর্ত আটকা পড়া মানুষের মাঝেও তুমি একা নও। কেউ যেতে যেতে ফেরে; বেশী জন ফিরে স্বয়ং আদলের বনানীতে। জীবন চলে জীবনের পথে। স্বার্থের মিছিলে সবাই স্বার্থপর।
.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
জীবন চলে জীবনের পথে। স্বার্থের মিছিলে সবাই স্বার্থপর।
সবাই, সবাই। স্বার্থের বাইরে কেও নেই!
ধন্যবাদ বন্ধু মোঃ খালিদ উমর। শুভ সন্ধ্যা।
বরাবরের মতো দারুন
ধন্যবাদ প্রিয় কবিবন্ধু ফকির আবদুল মালেক।
সব সময়ের মত মুগ্ধ স্যার। এগুলো যেন সিন্ধু সেঁচে মুক্তো আনার মতই সুন্দর।
খুশি হলাম আপনার শব্দ বিশ্লেষণে। ধন্যবাদ মি. আনু আনোয়ার।
জীবন চলে জীবনের পথে। স্বার্থের মিছিলে সবাই স্বার্থপর।
** তবুও ফুলেল শুভেচ্ছা……

ধন্যবাদ প্রিয় কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন।
দারুন সুন্দর । রেটিং করছি
ধন্যবাদ এই মেঘ এই রোদ্দুর। রেটিং করায় খুশি হয়েছি।
বরাবরের মতো বাস্তবতায় অটুট বন্ধু,,,,,,,,,,,
ধন্যবাদ প্রিয় বন্ধু চারুমান্নান।
দুর্দান্ত। অনুলিখন হচ্ছে বলেই এত চমৎকার লেখাগুলো পড়তে পারছি। সময় পেলেই চোখ বুলিয়ে নিচ্ছি। ভাল থাকবেন।
পাঠক দৃষ্টি হচ্ছে সবচেয়ে প্রিয় কাঙ্খীত একটি চাওয়া।
শুভেচ্ছা রইলো আপনার জন্য ম্যাডাম। ধন্যবাদ।
আমার পোস্টগুলো আমি চাইলেই সম্পাদনা কিংবা মন্তব্য করতে পারছি না। এ সমস্যা কিভাবে সমাধান করতে পারব তা জানালে কৃতজ্ঞ থাকব।
আপনার প্রশ্নের উত্তর উল্লেখিত লিঙ্ক পোস্টে পাবেন আশা করি।
শব্দনীড়ের প্রাসঙ্গিক কিছু কথা।
ধন্যবাদ।