ব্লগবুক অণুলিখন ২৭

জনারণ্যের এই কণ্টক মিছিলের ভীড়ে তুমি একা নও : অফিস ফেরত ট্রাফিক সিগন্যালে মুহূর্ত আটকা পড়া মানুষের মাঝেও তুমি একা নও। কেউ যেতে যেতে ফেরে; বেশী জন ফিরে স্বয়ং আদলের বনানীতে। জীবন চলে জীবনের পথে। স্বার্থের মিছিলে সবাই স্বার্থপর।

.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

16 thoughts on “ব্লগবুক অণুলিখন ২৭

  1. জীবন চলে জীবনের পথে। স্বার্থের মিছিলে সবাই স্বার্থপর।
    সবাই, সবাই। স্বার্থের বাইরে কেও নেই!

    1. ধন্যবাদ বন্ধু মোঃ খালিদ উমর। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. ধন্যবাদ প্রিয় কবিবন্ধু ফকির আবদুল মালেক।

  2. সব সময়ের মত মুগ্ধ স্যার। এগুলো যেন সিন্ধু সেঁচে মুক্তো আনার মতই সুন্দর।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. খুশি হলাম আপনার শব্দ বিশ্লেষণে। ধন্যবাদ মি. আনু আনোয়ার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. জীবন চলে জীবনের পথে। স্বার্থের মিছিলে সবাই স্বার্থপর।

    ** তবুও ফুলেল শুভেচ্ছা……
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ প্রিয় কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ এই মেঘ এই রোদ্দুর। রেটিং করায় খুশি হয়েছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  4. বরাবরের মতো বাস্তবতায় অটুট বন্ধু,,,,,,,,,,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. দুর্দান্ত। অনুলিখন হচ্ছে বলেই এত চমৎকার লেখাগুলো পড়তে পারছি। সময় পেলেই চোখ বুলিয়ে নিচ্ছি। ভাল থাকবেন।

    1. পাঠক দৃষ্টি হচ্ছে সবচেয়ে প্রিয় কাঙ্খীত একটি চাওয়া।
      শুভেচ্ছা রইলো আপনার জন্য ম্যাডাম। ধন্যবাদ। :)

  6. আমার পোস্টগুলো আমি চাইলেই সম্পাদনা কিংবা মন্তব্য করতে পারছি না। এ সমস্যা কিভাবে সমাধান করতে পারব তা জানালে কৃতজ্ঞ থাকব।

মন্তব্য প্রধান বন্ধ আছে।