স্মৃতিতে দেবী ও কবি

দেবী ও কবি’র রিভিউ

দেবী ও কবি’র প্রচ্ছদ এঁকেছিলেন সহব্লগার বন্ধু সুমন আহমেদ।


অধ্যাপক ড. আনিসুজ্জামান স্যার দেবী ও কবি’র মোড়ক উন্মোচন করছেন।


অধ্যাপক ড. আনিসুজ্জামান স্যার দেবী ও কবির মোড়ক উন্মোচনে নজরুল মঞ্চ।
বাংলা একাডেমি।


শ্রদ্ধেয় কথা সাহিত্যিক, সহ ব্লগার খালিদ ওমর ও আমি মিডিয়ার সামনে।


দেবী ও কবি তে অটোগ্রাফ নিচ্ছেন শ্রদ্ধেয়া লুবনা আপা।


দাদু (ইজি রেসিপি) দাদাভাই খালিদ ওমর ও ড.আনিসুজ্জামান স্যার।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

7 thoughts on “স্মৃতিতে দেবী ও কবি

  1. “দেবী ও কবি” এর জন্য অনেক শুভ কামনা। সুখ স্মৃতি শেয়ার করবার জন্য অনেক ধন্যবাদ কবি। ভালো থাকুন সতত।

  2. স্মৃতিকাতর হলাম স্যার। একটি ছবির কোড সঠিক আসেনি বিধায় প্রদর্শিত হলো না।
    অনুরোধ করবো ছবিটির কোড পুনরায় ফিরিয়ে আনার জন্য।
    নস্টালজিয়া মানুষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কৃতজ্ঞতা জানুন স্যার
      আমি ঠিক জানতাম আপনি ঠিক করে দেবেন।
      আমি কয়েকবার চেষ্টা করেও ছবি গুলোর সঠিক মার্জিন করতে পারছিলাম না।

      একুশের শ্রদ্ধার্ঘ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।