ব্লগবুক অণুলিখন ২৮

আলো আঁধারির কার্নিশে চিবুক রেখে যদি প্রলয়ের স্বপ্ন দেখো;
ভুলে যাও শুধু মনে রেখো
বাতাসের গর্ভ থেকে- প্রসূত জন্মের পাপ কখনও সম্ভব নয় মুছে ফেলা।
বিধি ভবিষ্যত।

.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

12 thoughts on “ব্লগবুক অণুলিখন ২৮

  1. বিধি ভবিষ্যত নিয়ে যে আগাম অনুশোচনা তারই কর্মফল
    বাতাশে শকুন ডাকে
    বিবেক হারানো ডাক্তারদের মুখে সাদা কাপড় সরে না
    আর আমরাও দেখে যাই..
    রাতের আধাঁরে বে হিসেবি জোৎস্না উপভোগ

    1. মন্তব্যও কখনও কখনও উপস্থাপিত মূল বিষয়ের চাইতে দামী হয়ে উঠতে পারে;
      যার প্রমাণ আপনার এই উৎসাহ। শুভেচ্ছা এবং ভালোবাসা শ্রদ্ধেয় খেয়ালী মন।

  2. দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!

    1. শিশুশ্রম বন্ধ করতে হবে আমাদের। প্রয়োজনে প্রতিহত করতে হবে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।