আলো আঁধারির কার্নিশে চিবুক রেখে যদি প্রলয়ের স্বপ্ন দেখো;
ভুলে যাও শুধু মনে রেখো
বাতাসের গর্ভ থেকে- প্রসূত জন্মের পাপ কখনও সম্ভব নয় মুছে ফেলা।
বিধি ভবিষ্যত।
.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
বিধি ভবিষ্যত নিয়ে যে আগাম অনুশোচনা তারই কর্মফল
বাতাশে শকুন ডাকে
বিবেক হারানো ডাক্তারদের মুখে সাদা কাপড় সরে না
আর আমরাও দেখে যাই..
রাতের আধাঁরে বে হিসেবি জোৎস্না উপভোগ
মন্তব্যও কখনও কখনও উপস্থাপিত মূল বিষয়ের চাইতে দামী হয়ে উঠতে পারে;
যার প্রমাণ আপনার এই উৎসাহ। শুভেচ্ছা এবং ভালোবাসা শ্রদ্ধেয় খেয়ালী মন।
কঠিন ্্্্,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!
শিশুশ্রম বন্ধ করতে হবে আমাদের। প্রয়োজনে প্রতিহত করতে হবে।