তর্জনী উঁচিয়ে এইমাত্র যে লোকটি ফিরে এলো আস্তাবলে
আমি তার শৈশবের বন্ধু ছিলাম
আলোর বিপরতীতে যা দেখি তার সবটাই অন্ধকার নয়
আমরা ভালো হয়ে যাচ্ছি তো ধীরে ধীরে।
আদরের নিঃশ্বাস ফেলে তোমরা ডাকছো
সময় গড়িয়ে যাচ্ছে আর আমরা মতামত দিয়েই যাচ্ছি
হাত ফসকে যদি খানিকটা আদর মাটিতে পরে যায়
যাক না কী এমন ক্ষতি হবে তাতে?
ছোট ছোট শব্দে আপনি অসাধারণ লিখেন। আমার কাছে ভালো লাগে কবি।
আপনার ভালো লাগা আমার পরম পাওয়া শ্রদ্ধেয়। ভালো থাকবেন সতত
আলোর বিপরতীতে যা দেখি তার সবটাই অন্ধকার নয়
আমরা ভালো হয়ে যাচ্ছি তো ধীরে ধীরে।
শুভেচ্ছা নেবেন ।
ধন্যবাদ আপা
খুব ভালো লাগলো
ভালোবাসা কবি