শুধু ছায়া মুখ

Img_00668

-কৃষ্ণচূড়ার নিচে ধপাস করে আওয়াজ
স্বর্ণের আয়নাটা ভেঙ্গে গেলো বুঝি-
কোন দিন আর ! সাজ সজ্জার
ছায়া মুখ দেখা যাবে না-দেখা যাবে না-
সবকিছু ভুলে যাবে মায়া ভরা এই ছবি-

তখন সমস্ত ছবির ফিল্মগুলো হয়ে যাবে-
ওয়াস করা এক সিনামার মাঠ ঘাট-
কখনো কালবৈশাখী -চৈত্রের খরাদুপুর;
এই ক্লান্তি দেহে বিষাদের নোনাটে স্বাদ,
সবিই ঘুমে পরবে ছায়া মুখের খাট !

হু বোঁটের ঝরা দুধ খাওযার কৃতজ্ঞাবোধ
শুধু শূন্যের ঝড় হাওয়া ধ্বসের ক্রোধ-
তবুও আয়নাটা আজো ঝিলিক মারে
ছায়া ঘিরা রঙিন ধুসর মুখে আর মুখে-
কত পররে রৌদ্রের মায়াসজল চোখে।
২১/০২/১৭
=======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “শুধু ছায়া মুখ

  1. ‘তখন সমস্ত ছবির ফিল্মগুলো হয়ে যাকে-
    ওয়াস করা এক সিনেমার মাঠ ঘাট-
    কখনো কালবৈশাখী -চৈত্রের খরাদুপুর;’

    ___ সুন্দর হয়েছে লিখা মি. আলমগীর সরকার। ধন্যবাদ। :yes:

  2. “-কৃষ্ণচূড়ার নিচে ধপাস করে আওয়াজ
    স্বর্ণের আয়নাটা ভেঙ্গে গেল বুঝি-
    কোনদিন আর ! সাজ সজ্জার ছায়া মুখ দেখা যাবে না-দেখা যাবে না-
    সবকিছু ভুলে যাবে মায়া ভরা এই ছবি-”

    শুভেচ্ছা রইলো কবি। শুভ সন্ধ্যা।

  3. এই ক্লান্তি দেহে বিষাদের নোনাটে স্বাদ,
    সবিই ঘুমে পরবে ছায়া মুখের খাট !

    ** কবি দাদা, সুন্দর…

মন্তব্য প্রধান বন্ধ আছে।