ডুবে যাওয়া ছায়া
আমার কোন অংশীদার নয় তো?
না শেখা নত মস্তক
তোমার আদিখেতায় কাটিয়ে দিচ্ছে যুগান্তর
আলো উদাসী সম্ভাবনায় গভীরের সমারোহ
আমি শুধু তার দুপুর কীর্তন।
জেগে আছে যে মহা তৃষ্ণা
অপরূপ প্রদীপ্ত চক্রবালে
তারই কণায় কণায় আমি খুঁজি মতান্তর
বয়ে চলে যায় অনতি সময়
তোমার হাত ধরে
আমাকে ছিনিয়ে।
সুন্দর লিখা প্রিয় কবি দীপঙ্কর বেরা। আদাব এবং শুভকামনা রইলো।
ধন্যবাদ।
ধন্যবাদ
ভাল থাকবেন