গুপ্তস্বর

আমার অচেনা নয় এই ঘর। অজানা নয় এই ধ্বনিপাত্র। হালখাতা খুলে বসা
মহাজনের মতো, এই আকাশের কাছ থেকে আমি আগেও নিয়েছি হিসেব। আর
জোতদার সূর্যকে বলেছি, আরো রোদ দিও- প্রয়োজনে খুলে দিও সমস্ত বিষাদ।
আমি তুলে নেবো দুপুরের সমগ্র সবুজ। দু’চোখ দিয়ে তাকানোর আগেই দেখে
নেবো বারুদ-কামান। হত্যাকারীরা পালিয়ে যাবার আগে তাদের দু’হাত যেভাবে
পাখিটির গলা স্পর্শ করেছিল….

2 thoughts on “গুপ্তস্বর

  1. কবিতার জন্য ধন্যবাদ প্রিয় ইলিয়াস ভাই। শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ।

  2. পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা জানি কবিতা ছাড়া আপনি নানা ধরণের গদ্য,কলাম ইত্যাদি লিখেন। সেই ধরনের পোষ্ট এখানে শেয়ার করতে পারেন যাতে করে নানা ধরনের পাঠক আকৃষ্ট হয়।

    ব্লগটিকে আরও সচল ও বেগবান করার জন্য প্লিজ একটু বেশী সময় ও মনযোগ দিন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।