চৌকাঠের সরোজ

DSC00426.2_400x400

সোনার চৌকাঠটা আমার বন্ধ হলো
শুধু তোর চৌকাঠটা খুলব বলে !
সেখানে রেখেছিস বারুদের এতো ধার-
অল্প সল্প বুঝলাম আমি জ্বলে দাবানলে।

দক্ষিণা জানালার ভাবঘুরে দিনকাল
পূবালী বাতাস থেমে গেছে চিরকাল-
শূন্যর মাঝে চৌকাঠ করাচ্ছে সিসিমফাঁক
নানান রঙসাজলাম মাটির সঙ্গে খেলে;

খেলা আমার আঁধার ঘরের অবোঝ
কেউ খুলে না চৌকাঠের সরোজ-
সু-গন্ধ উড়ে যায় কাশফুলের মতো
শৃঙ্খছিল হইলাম শুধু বেলাশেষে ক্ষত।

০৪/০৩/১৭
———–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “চৌকাঠের সরোজ

  1. কবিতাটি পড়লাম প্রিয় কবি মি. আলমগীর সরকার লিটন। সুন্দর প্রয়াস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কবিতায় ভালো লাগা সেইসাথে অনেক শুভেচ্ছা রইলো কবি দাদা।

    1. জ্বি আপনাকেউ শুভেচ্ছা জানাইhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।