সাদা পাথরের শ্যাওলাধরা দেহ বেয়ে এগিয়ে আসে গুলবাঘ
পাথরের ফাঁকে ক্ষিদের জ্বালায় উঁকি দেয় কালো খরিশ,
শঙ্খমালিকা রাত্রি এখন ম্রিয়মান ঘুমে উত্তপ্ত ঋতুরেণু
আর অবাধ্য মাইগ্রেণের কবলিত স্বপ্ন চরে
ছটপট করে সদ্য বলি প্রদত্ত চতুষ্পদ মননে।
রাজকীয় অরাজকতার অসভ্য দেওয়াল ডিঙিয়ে
যে দলমা দামাল হাতির দল এসেছিল শষ্যসন্ধানে
ফিরে গেছে হুলিয়া পার্টির নাম কা ওয়াস্তে কমেডি চক্করে;
সূক্ষ্ম ভগ্নাংশের ডেসিবল ফিতে চুমু খেয়ে
গাছেরাও বৈশাখী আড্ডার আসর শুরু করে দিল জম্পেশ।
দুচোখের পাতায় লেপটে আছে গতজন্মের
অবৈধ ফকির বিদ্রোহের নাবালক সন্তান হসন্তবৎ।
2 thoughts on “নিজকিয়া ৬”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
একই শিরোনামের ক্রমিক লিখায় বিবিধ ধরণের লিখা।
ভালো লাগে পড়তে প্রিয় কবি সৌমিত্র। সুন্দর।
নতুন নতুন শব্দের ব্যবহারে কবিতাটি আমার কাছে বেশ অন্যরকম লাগল।