প্রবাসী কথন-৯

হেঁটেছি অনেক দূর
খুঁজলে পাবে না আজ পায়ের ছাপে
ভুলেছি বৈশাখী তাণ্ডব
বেড়েছি প্রস্থে স্খলিত সময়ের পাপে

পাপের বেড়েছে বাড়
ধীরে ধীরে গ্রাস করেছে অস্থি ও মজ্জা
অম্বলের ঢেকুর বেড়েছে
পড়ন্ত বিকাল পেতেছে শেষের শয্যা

একটু পরেই রাত
আঁধারে ঢেকে যাবে একদা তরুনের মুখ
জেগে থাকবে শুধু
মমতার কাকন হাতে একজোড়া উৎসুক চোখ

1 thought on “প্রবাসী কথন-৯

  1. ‘আঁধারে ঢেকে যাবে একদা তরুনের মুখ
    জেগে থাকবে শুধু
    মমতার কাকন হাতে একজোড়া উৎসুক চোখ।’

    অসাধারণ অনুভব।

মন্তব্য প্রধান বন্ধ আছে।