বেড়ে উঠছে দালান কোঠা
খেলার মাঠ নাই।
পড়ার চাপে শিশুদের
খেলার সময় নাই।
খেলা এখন জমে উঠে
কম্পিউটরের পর্দায়।
ঘরে বসেই হাযার খলা
খলেছে সকাল সন্ধায়।
ছোট্ট শিশুরাও রপ্ত করেছে
পি সি র ব্যবহার।
ঘুম থেকে জেগে উঠেই
ধরে গেমের আবদার।
ভি ডি ও গেম মাতিয়ে রেখেছে
শিশু ,কিশোরদের।
চ্যাট রুমের বাড়তি আকর্ষণ
টানেছ বেশি তাদের।
পি সি কে ঘিরেই আজকের শিশুরা
সব রয়েছে মেতে ।
ইন্টার নেটের বদৌলেত
পাচ্ছে তারা হাতে।
4 thoughts on “কম্পিউটর গেম”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেড়ে উঠছে দালান কোঠা
খেলার মাঠ নাই।
পড়ার চাপে শিশুদের
খেলার সময় নাই
সত্য কথার ছন্দময় উচ্চারণ।
ছকে বাঁধা জীবন এখন
সময় ও হাতে থাকেনা
শুভকামনা
এটাই আমাদের এখনকার বাস্তবতা।
প্রযুক্তির যান্ত্রিকতা আমাদের দিনদিন রোবট করে তুলছে। শুভ সকাল আপা।
ঠিক তাই যান্তিক জীবন
শুভেচ্ছা