কাজল চোখ

50-amazing-examples-of-pencil-art-19

তোমার বন্ধু
চোখ ফুটেছে অনেক
দেহে ধরেছে লজ্জাপতির চঞ্চল-
কোন চোখে দেখবে বলো !
মনের আঙ্গিনায় বেগ!
আর সরিষা চোখে জল।।

কি কারণে কাজল সাজাও
সেই কাজলেতে শোক উড়াও
খুব ইচ্ছে করে জানতে
শোক চাদরে কতটুকু পুড়াও-

পোড়া নয়নে আর দেখো না
বাসি ঠোঁটে আর তুলো না-
হাসির ঝলক মারা মাতল
সব গড়েছে এক তাজমহল।।
০৫/০৩/১৭
———–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “কাজল চোখ

মন্তব্য প্রধান বন্ধ আছে।