তোমার বন্ধু
চোখ ফুটেছে অনেক
দেহে ধরেছে লজ্জাপতির চঞ্চল-
কোন চোখে দেখবে বলো !
মনের আঙ্গিনায় বেগ!
আর সরিষা চোখে জল।।
কি কারণে কাজল সাজাও
সেই কাজলেতে শোক উড়াও
খুব ইচ্ছে করে জানতে
শোক চাদরে কতটুকু পুড়াও-
পোড়া নয়নে আর দেখো না
বাসি ঠোঁটে আর তুলো না-
হাসির ঝলক মারা মাতল
সব গড়েছে এক তাজমহল।।
০৫/০৩/১৭
———–
শুভেচ্ছা রইলো কবি।
জ্বি আপনাকেউ শুভেচ্ছা