বিভাগের আর্কাইভঃ সঙ্গীত

একটি বাউল গান [] তোমার কোনো পরিচয় নাই

তোমার কোনো পরিচয় নাই,
আমি যদি ডাক না দেই
আমি তোমার ছবির বাহক
সাথেই আছি- কোথায় নেই!

১। সব কর্তৃত্ব আমায় ঘিরে
পাপ আর পূণ্যের সব বিচার,
তোমার হুকুম পালন করি-
আমার তো নাই অধিকার,
আমি ছাড়া তুমি বেকার,
লুকিয়ে আছ আলোতেই ।।

২। যুগে যুগে তোমায় খুঁজে
করছে যারা আত্মদান,
কোথায় নিয়ে রাখছো তাদের
কিসের বিচার, কি বিধান!
বলো প্রেমের কি প্রতিদান
দূরে সরাও নিমিষেই ।।

৩। ফকির ইলিয়াস বলে মায়ার
কঠিন শিকল নিয়ে পা’য়
পারি না আর চলতে আমি
বেড়েই চলছে দেনা-দায়
বাঁঁচবো আছি এই ভরসায়
শুধু তোমার পরশেই ।।

.
#
নিউইয়র্ক

আমার জীবনে লেখা প্রথম গান,

মিষ্টিমণি ও আমার মিষ্টিমণি
তোর হৃদয়ে পেলাম খুজে, ভালবাসার খনি(২)
প্রথম দেখায় তোরে আমি, ভালবেসেছি
তোর চোখেরি চাহনিতে মন দিয়েছি(১)

মিষ্টিমণি ও আমার মিষ্টিমণি
সবার থেকে তোরে আমি, আপন বলে জানি(২)

তোর মুখেরি হাসির মাঝে, সুখ খুজেছি
এই হৃদয়ে তোর জন্য, জমিন রেখেছি(২)
তোরে নিয়ে স্বপ্ন দেখি, বাধি ভালবাসার ঘর
সেই ঘরেতে থাকবো দুজন, সারাজনম ভর(১)

মিষ্টিমণি ও আমার মিষ্টিমণি
সবার থেকে তোরে আমি, আপন বলে জানি(২)

এই হৃদয়ের ভালবাসা, দিলাম তোরে উজাড় করে
রাখিস তারে যতন করে, ভালবাসার গোপন ঘরে(২)
দুটি মনের স্বপ্ন যদি, একীভূত হয়
বিধাতাও জানি তারে, সত্যি করে দেয়(১)

মিষ্টিমণি ও আমার মিষ্টিমণি
সবার থেকে তোমায় আমি আপন বলে জানি।।

ইচ্ছে ঘুড়ি (গান)

উড়ে উড়ে যাও ইচ্ছে ঘুড়ি
অবকাশ অবসরে স্বপ্নপূরী।
ঐ নীল আকাশ ঐ দিগন্তে
ভালোবাসার সীমান্তে।

সুরের মুর্ছনায় ভাসিয়ে ভেলা
উড়ো উড়ো সাতরঙের খেলা।
কখনও প্রজাপতি হয়ে
তপ্তরোদে ভাবনার ক্যানভাসে।

বৃষ্টি মাদল সুরের লহরী
মৃদু দক্ষিণা হাওয়া।
ভেসে যাওয়া স্রোতের জলে
ডুবে যাবো কাগজের নৌকো হয়ে।

ইচ্ছে ঘুড়ি (গান)
__শান্ত চৌধুরী

তোমার ছোয়া (গান)

আমার ভাবনা গুলো
শুধু তোমাকেই ছুঁয়ে যায়
কোন এক শুভ্র বিকেল
মায়াবী তোমার বারান্দায়।

তুমি আমার স্বপ্ন ঘুড়ি
উড়ো হৃদয় ক্যানভাসে
ভালোবাসার এক বিকেলে
উড়বো তোমায় নিয়ে।

দিন ছিল রোদ্র ঝলমল
গোধূলির আবির মাখা
শীতল তোমার রেশমী চুল
তোমাকেই ছুঁয়ে দেখা।

কাশফুলের পাপড়ি গুলো
প্রজাপতির ডানায় চড়ে
এসে ছিল কোন এক বিকেলে
তোমায় ছুঁয়ে যাব বলে।

তোমার ছোঁয়া (গান)
__ শান্ত চৌধুরী

মনের স্টেশন (গান)

মনের নেই কোন স্টেশন
ছুটে চলে যখন তখন
ফেরারী মন ফেরারী সময়
ধূসর সময়ে হারিয়ে যায়।

নিস্তব্ধ নিরানন্দ নীলাকাশ
কিছু প্রজাপতি উড়ে উড়ে যায়
মুগ্ধতা ছড়িয়ে বাগান বিলাস
মনের নাটাই ঘুড়ি উড়ায়।

মানেনা মন বাধা-ব্যবধান
ছুটে চলে নিরবধি আপন স্টেশন
ফেরারী সময় ফেরারী মন
দূরে বহু দূরে ছেড়ে কোলাহল।

একটি আধুনিক গান : আপন মনে পৃথিবীর ছবি

একটি আধুনিক গান।। আপন মনে পৃথিবীর ছবি

আপন মনে পৃথিবীর ছবি আঁকতে হয়তো চাইনি
তাই বলেই মেঘের ছায়ায় নিশীতে হারিয়ে যাইনি।

** হারিয়ে যাওয়ার সাধনা জীবনে
সবাই হয়তো পারে না,
রাগ-সংরাগে ডুবার অসুখ
সকল ওষুধে সারে না,
সেজন্যেই আগুনের দিকে তাকাবার সাহস পাইনি।।

** ছবি আঁকে যারা তারা তো পারে না
নিজের ছবি আঁকতে,
পৃথিবীর বাঁকে নিজের ছবিটি
জমা করে শুধু রাখতে,
পথেই হারিয়েছে আমার পথটি আমি শুধু হারাইনি।।

___________________________

√ নিউইয়র্ক [] ১১ জুন ২০১৯, মঙ্গলবার √

ইসলামী হামদ্ || || মাফ করে দাও প্রভু

মাফ করে দাও প্রভু আমায়
মাফ করে দাও তুমি,
গুনাহগার এই বান্দা আমি
মাফ করে দাও তুমি।

দম ফুরালে যাইতে হবে
এই দুনিয়া ছাড়ি,
করছি তবুও দিনে রাতে
পাপের বোঝা ভারি।

শয়তানের’ই ধোঁকা থেকে
আমায় বাঁচাও তুমি,
চোখের জলে ডাকি তোমায়
পাপী বান্দা আমি।

মাফ করে দাও প্রভু আমায়
মাফ করে দাও তুমি।

সত্য পথের দাও গো দিশা
করি মোনাজাত,
সকল পাপের আজাব থেকে
দিও গো নাজাত।

একটু আলো দাও গো মনে
জ্বলুক নূরের মমি,
চোখের জলে ডাকি তোমায়
পাপী বান্দা আমি।

মাফ করে দাও প্রভু আমায়
মাফ করে দাও তুমি।

০৪/০৫/১৯

ইসলামী হামদ্ || || তুমি প্রভু

নদী চলে ঢেউয়ের তালে
ছলাৎছলাৎ সুরে,
পাহাড় কাঁদে জলের সুরে
কাকে মনে করে।

কেউ কি পারো দিতে বলে
কার ইশারায় সূর্য উঠে,
চন্দ্র ডুবে, রাত্রি নামায় ধরায়।

সে তো তুমি প্রভু, তুমি,সে তো তুমি।

পাখির ডাকে মধুর সুরে
গায় আল্লা মহান,
ফুলের বাগে সুভাষ ভরে
রহমতের ই ঘ্রাণ।

কেউ কি পারো দিতে বলে
কার ইশারায় ফুল ফুটে,
ফল হয় বৃক্ষ তরুলতায়।

সে তো তুমি প্রভু, তুমি,সে তো তুমি।

০২/০৫/১৯

জাগো মুসলিম

জাগো মুসলিম জাগো, জাগো মুসলিম জাগো
এসেছে সময়ে ডাক এসো হাতে হাত রাখো।

ওয়াদার নামে ওরা করে আয়না বাজি
টাকার জোরে ওরা করে শুধু কারসাজি।
ওরা দালাল ওরা ভন্ড,
ওরা দেশটাকে করেছে নষ্ট।

ইসলাম নয় জঙ্গি ইসলাম নয় সন্ত্রাস
ইসলাম মানে শান্তি নেই কোন ত্রাস।

মনে মনে এই বিশ্বাস শুধু রাখো।

মুখোশের আড়ালে ওরা ছদ্মবেশী দানব
হিংস্রের ন্যায় মেরে যাচ্ছে অসহায় মানব।
ওরা হিংস্র ওরা দুষ্টু,
ওরা করছে এই বিশ্ব রাজত্ব।

ইসলাম নয় সাদা ইসলাম নয় কালো
ইসলাম মানে ভ্রাতৃত্বের এক আলো।

মনে মনে এক প্রভুর ছবি আঁকো।

বিঃদ্রঃ এটা ইসলামী জাগরণ সংগীত। তবে হয়েছে কি না জানি না, আপনাদের পরামর্শ কামনা করছি।

১৭/০৩/১৯

অভিমান

লিখতে বলেছিলে গান
হয়নি লিখা আজো তাই
আকাশ ছেয়ে গেছে মেঘে
বসন্ত আসেনি, বহেনি বাতাস
ওঠেনি চাঁদ এখনও বসে আছি নিশি জেগে।।

ফিরায়ে দিয়েছিলে তুমি
হয়নি দেখা সেই দিন
সেই থেকে আজো ভরে আছে মোর বীণ
হৃদয়ে আজো তুমি তো আছ জেগে।।

বাতাস ছিল মৌসুমি
মনে পরে সেই দিন
এসেছিলে তুমি, ফাগুন নিয়ে এসেছিলে সেই দিন
স্বপনে যেন সেই ছোঁয়া আছে লেগে।।

youtube.com/watch?v=Bka8zJetyiQ

দূর পাহাড়ের গান

দূর পাহাড়ের পাশে
আকাশ হলো মেঘলা
একটু পরে নামল ধীরে
তুহিন মাখা বাদলা।।

এমন দিনে পথের পরে
কে চলে গো একলা,
বৃষ্টি নামে রিম ঝিমিয়ে
পথ চলে সে গুন গুনিয়ে,
একা একা যায় সে কোথায়
খানিক আঁচল উড়িয়ে মাথায়।।

ভিজল আঁচল পা যে পিছল
কলসি নিয়ে কাঁখে
যায় কি নদীর ঘাটে
আহা যায় কি নদীর ঘাটে।

বৃষ্টি ভেজা পথের ধারে এদিক ওদিক চায়
মন যে তার উড়িয়ে নীল পাগলা হাওয়ায়,
সবুজ মাঠে শারীতে মিশে
মনটা ভরেছে হিমেল বাতাসে,
কখনও ভাবেনি পিছনে দেখেনি
আকাশ কাল মেঘে ছেয়ে গেছে ঢেকে।।

www.youtube.com/watch?v=WTD02smk7Z0&feature=youtu.be

চঞ্চল বসন্ত

মন আমার দোদুল দোলে কৃষ্ণচূড়ার ডালে ডালে
দোলে ওই চঞ্চল বসন্তে।।

ভ্রমরের গুঞ্জনে কোকিলের গানে গানে
ভুলায়ে আপন ভোলা দখিনা দেয় যে দোলা
মৌ বনেরই প্রান্তে।।

রিনি ঝিনি কাঁকন বাজে গোধূলির রঙ্গিন সাঁঝে
কে আমায় মাতাল হৃদয় যে হারাল নূপুরেরই ছন্দে।।

www.youtube.com/watch?v=1zEkUxvkwXs&feature=youtu.be

স্বপ্নের খেয়া


দিগন্তে মেলে ডানা হারিয়ে যেতে নেই মানা।।

নীল সাগর তিরে
এই মায়াবী রাতের আঁধার
চুপি চুপি আমায় ডেকে যায়।।

এই ঘুম ঘুম নিশি রাতে
উদাসী বালুকা বেলায়
ঝিরি ঝিরি হাওয়া
গুন গুন গান গেয়ে
যেন হৃদয়ে দোলা দিয়ে যায়।।

ওই দূর দিগন্ত পাড়ে
মিলন বাসর সাজানো
তারার মিটি মিটি
ঢেউ এর কানা কানি
যেন স্বপ্নের দেশে নিয়ে যায়।।

www.youtube.com/watch?v=crZtvYj0Wxw&feature=youtu.be

সুর ও কণ্ঠঃ শতদল হালদার, দিগরাজ, বাগেরহাট।
________________________________

একটি বাউল গান : তোমার কোনো পরিচয় নাই

একটি বাউল গান [] তোমার কোনো পরিচয় নাই

তোমার কোনো পরিচয় নাই,
আমি যদি ডাক না দেই
আমি তোমার ছবির বাহক
সাথেই আছি- কোথায় নেই!

১। সব কর্তৃত্ব আমায় ঘিরে
পাপ আর পূণ্যের সব বিচার,
তোমার হুকুম পালন করি-
আমার তো নাই অধিকার,
আমি ছাড়া তুমি বেকার,
লুকিয়ে আছ আলোতেই ।।

২। যুগে যুগে তোমায় খুঁজে
করছে যারা আত্মদান,
কোথায় নিয়ে রাখছো তাদের
কিসের বিচার, কি বিধান!
বলো প্রেমের কি প্রতিদান
দূরে সরাও নিমিষেই ।।

৩। ফকির ইলিয়াস বলে মায়ার
কঠিন শিকল নিয়ে পা’য়
পারি না আর চলতে আমি
বেড়েই চলছে দেনা-দায়
বাঁঁচবো আছি এই ভরসায়
শুধু তোমার পরশেই ।।

@
নিউইয়র্ক / ২০ অক্টোবর ২০১৮