চালসে কবিতা

অন্ধও নেই, বর্ষাও নেই, শুধু থাকে প্রিয় কবি
তুমি সিদ্ধার্থ বিবস্ত্র হও মিছরির ছুরিতে নবী।
বেরিয়েছে বই গোটা কতক আরও ?
ঝেঁটিয়ে ঝেঁটিয়ে কথা করো জড়
তব ভূমিকা কি? সংশোধন না কি বিভাজন ?
না কি একাই করবে মায়ের জলে অবগাহন ?
চোখেতে চালসে চশমা গলিয়ে
এদিকেতে চাও টেরিয়ে টেরিয়ে
খুঁজে নাও তব আপন প্রিয়া এদিকের পথ ছাড়ো
বেশি কিছু হলে যেতে হবে জেনো হরপ্পা মহেঞ্জদড়ো।

2 thoughts on “চালসে কবিতা

  1. ভালো লাগে আপনার এমন সব লিখা। একরাশ অভিনন্দন প্রিয় কবি বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।