অন্ধকারে যাত্রা

গতকাল এখানে কী ভীষণ অন্ধকার গেছে। মানুষজন। হৈ চৈ! যেন দোযখের চিৎকার। বাঁচার জন্য মানুষের সেকি চেষ্টা। সবাই বাঁচতে চায়। নিরন্তর সংগ্রাম। অতঃপর হাড়িতে উঠলো চাল। মৃত্যুর দূতকে আমাদের বড় হয়। তবুও ব্যথা বাড়ছে। ক্রমশ! আশ্বিনের রাতের মতো। শিয়ালের ডাক। পিলে চমকে গেলে পিছনে তাকিয়ে দেখি ভয়ংকর চোখে তাকিয়ে আছে দাঁতালো আজরাইল। মৃত্যুর পরওয়ানা হাতে। আমরা পালিয়ে বাঁচি শালা শয়তানের মতো। তবুও রেহাই নেই। ছোট্ট ঘর। জগৎ সংসার। বউ, বাচ্চা। হাতছানি দেয় ভালোবাসার। অন্ধকার! অতঃপর একমুঠো আলোর জন্য আমাদের অন্তহীন অপেক্ষা।

3 thoughts on “অন্ধকারে যাত্রা

  1. মুক্তগদ্য বরাবরই আমার কাছে ভালো লাগে। এই লিখাটিও তার ব্যতিক্রম নয়।
    শুভেচ্ছা সহ শুভ সকাল প্রিয় কবি মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মুক্তগদ্য পড়লাম, বেশ আনন্দও পেলাম।
    আশা করব ভাল আছেন কবি।

  3. জগৎ সংসার। বউ, বাচ্চা। হাতছানি দেয় ভালোবাসার। অন্ধকার! অতঃপর একমুঠো আলোর জন্য আমাদের অন্তহীন অপেক্ষা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।