এক মানুষের তর্জনীতে
লক্ষ মানুষ বেসামাল
মরার ভয়ে নেই পরোয়া
বেড়েই গেল পথের লাল
দেশকে স্বাধীন করতে হবে
নেতার এমন বার্তা পেয়ে
মাথায় কাফন নামল মানুষ
সোনার বাংলা গানটা গেয়ে
তর্জনী আর তাঁর ধমকে
পাকহানাদার লেজ গোটাল
মুজিব নামে বিশ্ব বুকে
বাঙালীরা শির উঠালো…
“স্বাধীনতা তুমি কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।”
তর্জনী আর তাঁর ধমকে
পাকহানাদার লেজ গোটাল
মুজিব নামে বিশ্ব বুকে
বাঙালীরা শির উঠালো…