বঙ্গবন্ধু স্মরণে

mujib
কে তুমি বার বার বল যেন লিখি
বাংলার ঐ রক্ত ইতিহাস;
কাঁপে হাত সজল হয় দু’টি আঁখি
হই নির্বাক থেমে যায় শ্বাস।

৭ই মার্চে দিলেন বজ্র ডাক যিনি
উদ্বুদ্ধ হলো সারা দেশ;
হৃদে সব, জ্বলে উঠে বারুদ অগ্নি
হায়েনা পুড়ে হয় শেষ।

যেন তোমার যাদু মন্ত্রে হৃদয় ভরি
সবাই ছুটে গেল মাঠে;
মুক্ত করে দেশ রক্তক্ষয়ী যুদ্ধ করি
মৃত্যু পরোয়া করেনি মোটে।

তুমিই তো বাংলার, জাতির জনক
মোরা পুত্রসম বিশ্বাসভাজন;
অতুর্কিতে তবু পিশাচ পিতৃঘাতক
করে নিধন বাংলার রতন।

এমন ঘোর পাপে কি যে অভিশাপ
আমরা পাবো নিরবধি;
ফুটতো হাসি মুছে যেত কালিছাপ
তুমি ফিরে আসতে যদি।

7 thoughts on “বঙ্গবন্ধু স্মরণে

  1. ‘শোন একটি মুজিবরের থেকে. লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি. আকাশে বাতাসে ওঠে রণি. বাংলাদেশ, আমার বাংলাদেশ।’ আজ ৭ই মার্চ।

    youtube.com/watch?v=qIMfY7UX4fQ

  2. অসংখ্য ধন্যবাদ আমার পছন্দের videoটির জন্যে। শুভ কামনা রইলো।

  3. ৭ই মার্চে দিলেন বজ্র ডাক যিনি
    উদ্বুদ্ধ হলো সারা দেশ;
    হৃদে সব, জ্বলে উঠে বারুদ অগ্নি
    হায়েনা পুড়ে হয় শেষ।

    1. অনেক ধন্যবাদ ভাই ফকির আবদুল মালেক।

  4. এমন ঘোর পাপে কি যে অভিশাপ
    আমরা পাবো নিরবধি;
    ফুটতো হাসি মুছে যেত কালিছাপ
    তুমি ফিরে আসতে যদি।

    * শুভ কামনা অশেষ প্রিয় কবি…

    1. অসংখ্য ধন্যবাদ মুহাম্মদ দিলওয়ার হুসাইন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।