তোমার বসন্ত ফেরারি আজ

তোমার বসন্ত ফেরারি আজ

রং তুলির ছোঁয়ায়
তোমার বসন্ত ফেরারি আজ
তবুও আসমানি রঙ মিশে
বিন্দু বিন্দু মিনার
সাজিয়েছে বেশ!
পরন্ত মেঘের ছায়ায়
যুবতি রৌদ্র করে খেলা।

ভেসে আসা মনিমানিক্য
জোয়ারের টানে; ভাটির জল সিঞ্চনে
অবরাহি হন্তারকের
কালো ছায়ায়!
এ কোন বসন্ত তোমার?
পুড়িয়েছে যাপিত কাল;
এখন শুধু শুধু
সবুজ আবিরে হলুদ জাফরানে
রঙতুলি মাখে।

২৩, ফাল্গুন/বসন্তকাল/১৪২৩

10 thoughts on “তোমার বসন্ত ফেরারি আজ

  1. এ কোন বসন্ত তোমার?
    পুড়িয়েছে যাপিত কাল;
    এখন শুধু শুধু
    সবুজ আবিরে হলুদ জাফরানে
    রঙতুলি মাখে।

    সুখী হোন অনেক ।
    খুব সুন্দর

  2. বেশকিছু দিন পর আপনার কবিতা পড়লাম। ভালো লাগল

  3. কবিতাটি পড়লাম। অভিনন্দন এবং ভালোবাসা প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. অনেক ভাল লাগলো মান্নান ভাই।
    দারুন।

    1. কবি ভাই আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।