কথা ছিলো ঝরে পড়া পাতাদের জড়ো করে,
ইচ্ছেদের সাথে নিয়ে অসহ্য জীবন ঠেলে,
উঠে দাঁড়াবো আরেকবার ভালোবাসার হাত ধরে।
ভালোবাসার বন্ধ্যা জমিতে, দুজনে মিলে ফুল ফোটাবো।
কথা ছিলো দীর্ঘ শীতের রাত পার করে,
আবার বসন্ত খিলখিলিয়ে হেসে উঠবে,
দুজনের ঠোঁটের ছোঁয়ায়।
চাঁদও হিংসে করবে আমাদের ভালোবাসায়।
কথা ছিলো দূরে, বহুদূরে, তারাদের সাথে নিয়ে,
ইচ্ছে নদী দুকুল ছাপিয়ে বইবে আর,
স্বপ্নেরা বেরিয়ে আসবে মৃত্যু উপত্যকা ছেড়ে।
বিশ্বাসের পানসি বেয়ে তুমি আমি,
সীমাহীন ভেসে বেড়াবো।
কথারা ছিলো, কথারা থাকে,
মানুষ বদলে যায়, পাল্টায় মন।
তারারাও থাকে, চাঁদও থাকে, নদীও,
থাকেনা শুধু বিশ্বাস ভালোবাসায়।
প্রেমের খেলায় স্বপ্নের যত
পানসি ভেঙ্গে চুরমার হয়ে যায়।
শীত ঘুম থেকে বসন্ত জেগে ওঠে না।
‘তারারাও থাকে, চাঁদও থাকে, নদীও,
থাকেনা শুধু বিশ্বাস ভালোবাসায়।
কথারা ছিলো, কথারা থাকে,
মানুষ বদলে যায়, পাল্টায় মন।’
লিখায় ভুল নেই। এই আমাদের পারিপার্শ্বিকতা। এই আমাদের ভালোবাসা।
শুভেচ্ছা অফুরান বন্ধু
থাকেনা শুধু বিশ্বাস ভালোবাসায়।
হুম কথা সত্য
খুব সুন্দর
অনেক ধন্যবাদ ..ভালো থাকুন
কথারা ছিলো, কথারা থাকে,
মানুষ বদলে যায়, পাল্টায় মন।
খুব ভালো থাকুন..শুভেচ্ছা
কথারা ছিলো, কথারা থাকে,


মানুষ বদলে যায়, পাল্টায় মন।
এখানে এমন হ্লে কেমন হতো? “মানুষ বদলে যায়, বদলে যায় মন”।