মায়ের কুলে জন্মেছি বলে
চিনেছি নারীর মুখ-
সেই নারী সম্মান করতে
কৃপন মাঝির দুখ!
দিবস আসে বাতি জ্বলে;
সুর্যালোই নেই সুখ-
কত অভিনয়ে প্রণয় রূপে
দেখাই শুধু পঞ্চমুখ!
আর কত বার করে যাবে
উতুম পেঁচার সম্মান
ইতির পাতায় তবুও তাঁরা
চিরকালী আম্নান।
০৮/০৩/১৭
————–
ভাল লেখা।
কবিতার জন্য শুভেচ্ছা ধন্যবাদ প্রিয় কবি মি. আলমগীর।
বাহ।
কবি,,,,,,,,,,,বাহ দারুন