চিঠির পত্র ১

আপনাদের ভালোবাসা নিয়ে শুরু করছি চিঠির পত্র এর প্রথম পর্ব। প্রথম চিঠিপত্র সূত্র এখানে। আজকের চিঠি লিখেছেন আমাদের সকলের প্রিয় মুরুব্বী এবং আমি তার উত্তর দিতে চেষ্টা করছি।

চিঠি……(প্রিয় মুরুব্বী’র লেখা)

প্রিয়বরেষু খেয়ালী মন।
কেন লিখতে মন চায় !! উত্তর জানা নেই। যখন পথ পাই না খুঁজে, নির্বাণ খুঁজি লিখায়। কবিতা আমার অলিন্দ ও নিলয়। হয়কি- হয়না- খুঁজতে থাকে অনেকেই। আমি কথা বলি আমার চেতনায়, আমার ভাষায়, আমার কবিতায়। যদি কেউ শুনতে পায় সেই কথা, তবে- তারাই পড়বে আমার লিখা। সে যদি একজনও হয়।
আমি যেমন ছেড়েছি সব। … ছেড়েছি সব কিছু। তেমনি তুমিও ছেড়ে যাবে একদিন। যেতেই হবে তোমাকে। তারপর …। অনেকটা পথ অতিক্রান্ত হবে যখন, কোলাহল কিছু থামবে, বিশ্বাসের ভ্রান্তিবিলাস খসে পড়বে একে একে। শ্রাবণে কি, হাড়-হিম শীতে। একাকী শূন্যতার দিকে চেয়ে ধোঁয়াশার বুকে ভেসে উঠবে তোমার চোখে আমার মুখ।

তোমাকে যেতে হবেই। আরো অনেকটা পথ এগুতে হবে। যেমন আমাদের পূর্ব পুরুষদের চেয়ে অগ্রগামী এই আমি। অংশত এবং কিছুতো সত্য। প্রেমিক সজ্জন, বান্ধব- বান্ধবী। অভাব হবেনা নিত্য নতুন সহযোগীর। ঘিরে থাকবে ভরে থাকবে কদম্ব কামিনী। সেই সাথে Cristian Dior, Richi ও Gucci আরো কত কি।
ভালোবাসার কথা শোনাবে অনেকে, ভালোবাসবে না। মাথায় উঠাবে, পুজার ভান করবে, আছড়ে দেবে নানান প্রকার। ভালোবাসবে না।

তবু একজন মানুষ খুঁজি। সব সময় খুঁজি। খুঁজে খুঁজে মরি। আসরে, উৎসবে, আয়োজনে, সমাবেশে। এমনকি সান্ধ্যভ্রমণ ও প্রাতঃভ্রমণেও। খুঁজি শুধু একজন মানুষ। যার সংস্পর্শে নষ্ট হয়ে যাওয়া মূল্যবোধ ‘অরণ্যের’ মতো ফিরে পেতে পারি। মানুষের যা কিছু মর্যাদার যা কিছু অর্জন- পথ খুলে দিতে পারে যে নির্যাস। সেই সেই মানুষকে খুঁজি। কে দেবে আশ্বাস !! খুঁজে অহরহ। মুছে দিক সেই… এই ঘৃণা- অবিশ্বাস- সন্দেহ। পারস্পরিক ভেদ বিদ্বেষ। খোল- নলচে বদলে দেয় এমন মানুষ।

‘মৃত্যুই কেবল মৃত্যুই ধ্রুবসখা … যাতনা কেবল যাতনা সুচির সাথী।
অতএব কারো পথ চেয়ে লাভ নেই; বিরূপ বিশ্বে মানুষ নিয়ত একাকী।’
_________________________

আমার উত্তরঃ

প্রিয় মুরুব্বী
অসম্ভবের সম্ভবনা সবাই পারে না যারা পারে তারা সাধারণ নয়। আমি দেখেছি গভীর ভাবে উপলব্ধি করেছি আপনি পেরেছেন, এই পারা না পারার বিষয়টিও মনের চিলেকোঠার একটা আকাশ যে আকাশে শুধু নিজেকে নিয়ে ভেসে বেরানো যায়, খুঁজে পাওয়া যায় নিজের অস্তিত্ব। যেদিন লিখতে মন চাইবে না সেই দিন থেকে আপনি আর আপনিতে থাকবেন না, আর জনের হিসাবে না লিখে নিজের জন্য যে লেখা তৈরী হয় তাই সর্বাধিক জনপ্রিয়।
.
জীবনের সত্যি হলো ছেড়ে যাওয়া। আমার কেউই চিরস্থা্য়ী নই, তারপরও কথা থেকে যায়। চোখের আড়াল মনের আড়ালের থেকে বরাবরই ভিন্ন মাত্রা বহন করে, তুমি কিংবা আমি হয়তো ছেড়ে যাবো একে অন্যকে চোখের পাতা বুজে কিন্তু মনের পাতা চলমান ব্যক্তি কোন দিনই মুছে ফেলতে পারবেনা ভালোবাসার গভীরতা। তোমার সেই কথাটি অবশ্যই ঠিক যে, “একাকী শূন্যতার দিকে চেয়ে ধোঁয়াশার বুকে ভেসে উঠবে তোমার চোখে আমার মুখ।” কিন্তু আমার ক্ষেত্রে কথাটি ভিন্ন অর্থে উচ্চারিত হবে, যাকে ভালোবেসে বুক বেধেছি নীল সবুজের গহীনে তার জন্য গাঢ় অন্ধকারে হেঁটে যেতে পারি কিন্তু তাকে ভুলে নয়। হাতে হাত নাইবা থাকলো বুকের মাঝে সঞ্চিত হৃদ কম্পন তো থাকবেই।

প্রেম আর ভালোবাসা কখনো এক ভারে বিচার করা যায় না দুটোই আলাদা যেমন আমার জননী, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে, আমার বন্ধু তুমি সবাইকেই আমি ভালোবাসি সবার সাথেই আমার হৃদয়ের বন্ধন তবুও অবস্থান গত কারনে সমুদ্রের গতিও বদল হয়, বাঁক নিয়ে যে নদী এগিয়ে চলে তার কি স্রোত তাকে না ?
.
ভুলে যেওনা আমার কোন না কোন সময়ের সুর রচয়িতা তুমিই ছিলে। যে গান আর সুর এক সাথে থাকে তাকে চাইলেও ছুরে ফেলা সম্ভব নয়। এমন কথা তোমার মুখে আনাও কি সম্পর্ক এর অবমাননা নয় !

অদ্ভুত বিষয় আজো তুমি মানুষ খোঁজ, কেনো খোঁজ, না নিজের জন্য নয় তাও মানুষের জন্য তোমার এই ধারাটা বেশ, কিন্তু আমি মানুষ খুঁজি না আমি মানুষের অনুভূতি গুলো খুঁজি ‍যদি কোনদিন কোন সময় কোন সমাজের সেই অনুভূতি খুজে বের করে সামনে নিয়ে আসতে পারি তবেই আর আমার মানুষ খোঁজার দরকার হবে না মানুষই আমাকে খুজে নেবে তাদের প্রয়োজনে।
.
মৃত্যু কেবল খোলস বদলের খেলা…জীবন যাতনা খোলসের কারসাজি
অতএব কারো হৃদয় খুঁজো না তুমি;প্রতিটি মানুষ আলাদা আলাদ পাখি।
সুর ভেঙে দিয়ে কাছে কিবা দূরে থাকো …ভাঙ্গা সুরেই নিত্য উদাসী মন
তোমার আমার যোজন দূরে বাস; দু’জনে দুজনার তবুও একাকী থাকি।
.
ভালো থেকো
ভালো থেকো জীবন সুখের উল্লাসে।

খেয়ালী
১০.০৩.২০১৭

FILE0291 copy

আসলে আমার সবাই চিঠি লেখা ভুলতে বসেছি তাই আমি ঠিক করেছি আমরা যারা ব্লগে আসি তারা যদি একজন অন্যজনকে চিঠি লিখি তবে তা কেমন হয়। মানে যে কেউ যদি আমার কাছে চিঠি লেখে ( তা হোক কবিতা কিংবা গল্প বা সাধারণ ) আমি তার প্রতি উত্তর দেবো। যেমন আজ দেয়া হয়েছে। আপনারা যারা চিঠি লিখবেন তারা একটা ধারাবাহিকতা বজায় রাখবেন যেমন, চিঠি -১, চিঠি -২ এই ভাবে। আর আমি উত্তর দেবো পত্র-১, পত্র-২ এই ভাবে। সুন্দর হোক ব্লগিং।

14 thoughts on “চিঠির পত্র ১

  1. লেখাটি সরাসরি ব্লগে লেখার কারনে কিছু বানান ভুল আছে, আশাকরি যারা দেখবেন তারা আমার এই ভুলটুকু ক্ষমা করবেন বা আমাকে ধরিয়ে দেবেন।
    আমি খুশি মনে ঠিক করে নেবো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_PC Hack.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

  2. আমি অভিভূত আমি বিস্মিত প্রিয় বন্ধু খেয়ালী মন।
    সামান্য একটি চিঠির প্রতি উত্তর কী অসাধারণ শব্দাবলিতে উপহার দিয়েছেন।
    প্রতিটি স্তবক, প্রতি যতিচিহ্নের যোগ্য উত্তর তৈরী করেছেন। এ ঋণের যেন শেষ নেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপাতত নয়; অন্যদের লিখা এগিয়ে আসুক মনে প্রাণে এই ই যে চাই বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

  3. চিঠিতো নয় যেন সাহিত্য পড়ছি। চিঠি এবং তার উত্তর দু’টোই অসাধারণ হয়েছে। আরো পড়ার ইচ্ছা রাখছি।
    ভাবছি একটা চিঠি লিখেই ফেলি কিন্তু সাহস হচ্ছে না

    1. আমার একজন প্রিয় মানুষ আপনার আগের লেখা গুলোর ভক্ত ছিলো

      1. জেনে অনেক ভাল লাগছে কেউ একজন অন্তত আগ্রহ নিয়ে আমার আগডুম বাগডুম লেখাগুলো পড়ত

    2. ধন্যবাদ
      অবশ্যই লিখে ফেলুন আমি চেষ্টা করবো উত্তর দিতে।

  4. আমি মাঝে মাঝে লিখি আমার স্বপ্নের নায়িকাদের কাছে ্‌্‌,

    1. মিতা
      আপনি আপনার স্বপ্নের নায়িকাদের লেখা একটি চিঠি আমাকে দিন
      আমি চেষ্টা করবো উত্তর দিতে।

      1. দুঃখিত আমার নায়িকারা এখনো আমাকে জবাব দেন । যেদিন ওরা জবাব দেয়া ছেড়ে দেবে সেদিন আপনার দ্বারস্ত হবো । মনে হয় শব্দনীড়েই আমার এবং ওদের লেখা চিঠি আছে …।

    2. শব্দনীড়ের গত জন্মে আপনার লেখা চিঠি আমি পড়েছিলাম। এবার দিয়েছেন কিনা তা ঢুঁ মেরে দেখা হয়নি।সময় করে দেখতে যাব https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  5. সম্পূর্ণ নতুন একটি দিগন্তের উদ্ভাবন করেছেন প্রিয় খেয়ালী মন। অফুরন্ত শুভেচ্ছা।
    আশা করি এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।
    আমিও লিখব, কারন আমিও চিঠি লিখতে খুব ভালবাসি কিন্তু চিঠি লেখার মানুষ পাইনা। লিখব, নিশ্চয়ই লিখব।

মন্তব্য প্রধান বন্ধ আছে।