ধানকাটা মাঠ শুয়ে
খড়ি ওঠা গায়ে
প্রসব সময় শেষ
শুয়ে আছে ক্লান্ত জরায়ু মেলে।
হাওয়ায় মিঠাস ওড়ায়
দেশজ শ্যাম্পেন।
বাসনার স্তুপ কাঁখে গাঁয়ের নতুন বউ
নিস্তরঙ্গ শাড়ির ভাঁজে ইশারায়
তামাকের গন্ধমাখা
নড়বড়ে লাউ।
বিবর্ণ রঙের বাক্স কাঁধে
সরীসৃপ চলন,
মাথা উঁচিয়ে গন্ধ শোঁকে গিরগিটি সময়।
2 thoughts on “দুধ সাদা দুপুরের কাব্য”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মাথা উঁচিয়ে গন্ধ শোঁকে গিরগিটি সময়ে … দুধ সাদা দুপুরের কাব্য।
শিরোনামটিই তো একটি কবিতা।