মহা বিজ্ঞান

‍বিজ্ঞানের উৎকষর্তায়,
অনেক অজ্ঞাত ‍বিষয় আজ জ্ঞানের সীমায়।
প্রত‍িদিন নতুন নতুন ‍জ‍ি‍‍নিস আবিষ্কৃত হচ্ছে।
মা‍নুষের মনের রুদ্ধদ্বার উন্মোচিত হচ্ছে।
চাঁ‍দে যাওয়া ‍ছিলো এক‍‍দিন ক‍ল্পলোকের স্বপ্ন,
চাঁদের বুকে পড়েছে মানুষের পদ‍িচহ্ন।
‍বিজ্ঞানের জয়যাত্রার ফলে,
প্রমা‍নিত হচ্ছে হাতে কলমে।

‍১৪শ বছর পূর্বে উ‍‍‍ম্মী নবীর কাছে এসে‍ছিলো ঐশী মহা‍‍বিজ্ঞান।
রহস্যাবৃত ‍‍নিখিল ‍বিশ্বের রব সবই তার এখতিয়ারে,সবই তার ‍জ্ঞান।
স্রষ্টা এক এবং তাঁর শ্রেষ্ঠত্ব,
প্রমান সু‍বিশাল মখলুকাতই যথেষ্ট।
জ‍ীব জন্তু গাছপালার জীবন ও জীবনচক্র।
মহাজ্ঞানীর সু‍ণিপুণ ‍ক‍ৌশুলির ছোঁয়ায় সক্রিয়।
ইশ্বর, ভগবান, আল্লাহ বিশ্বাসে এক
তারই একছত্র ম‍‍হিমা।

ধ‍‍‍র্মের বা‍‍কি ‍দিক ‍নিয়ে কোন্দল যত।
সহিংস সংঘাত বাড়ছে ততো।
ধ‍‍র্মে নেই কোন জোর জবরদস্তি।
সব ধর্মে সু‍‍শৃঙ্খল ‍জ‍ীবনই পরিশু‍দ্ধি।
কোরআন বলে অন্যের উপাসককে ‍দিওনা গালাগাল।
পাল্টা সেও বলবে তাল বেতাল।
পরমত সহিষ্ন‍ুতা না থাকার ফলে।
জোর যুলুম চলছে সবখানে।

‍বিজ্ঞানী আইনস্টাইন অনেক অসাধ্য সাধনের পরে ,
বলেন,মাত্র বালুকনা ‍নিয়ে নাড়াচাড়া করলাম জ্ঞান সাগরের পাড়ে।
ধর্ম ছাড়া ‍বিজ্ঞান খোঁড়া,
‍বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ।

হাবলের টে‍লিস্কোপে ধরা পড়ে অসংখ্য গ্যালা‍ক্সি যা মাহাকাশের মাত্র দশভাগ।
কসমিক তারে জড়ানো মহা‍বিশ্বের এখনো অজানা ৯০ ভাগ।
‍বিজ্ঞান বলে ঘনিভুত সুক্ষ্ণ আলোক ‍বিন্দু থেকে এক মহা ‍বিস্ফোরনের ফলে
মহা ‍বিশ্বের সৃ‍ষ্টি চলছে মহা সম্প্রসারনে কোরআন ও তাই বলে।
প্রমান মেলে মহা‍‍বিশ্বের সব কিছু চলছে এক ‍‍নিয়মত‍ান্ত্রিক উপায়ে।
স্রষ্টা যে এক মহাজ্ঞা‍নী প্রমা‍নিত হচ্ছে ‍বিজ্ঞানের ‍নিয়মে।
‍বিগ ব্যাং এর মাধ্যমে হয়ে চলেছে মহা জাগতিক সৃ‍‍ষ্টি।
ব্ল্যাক হোলই হচ্ছে তারকার মৃত্যুকূপ ধ্বংসের পরিসমা‍প্তি।

ছয় ধাপে বা‍নিয়েছেন আল্লাহ এই মহাজাগতিক ‍বিশ্ব।
উনিশের মোজেযা আছে কোরআনে মহা‍বিজ্ঞান,মহা ‍বিস্ময়।
অনেকের ‍বিবেক নত হয়ে এসেছে সত্যের সন্ধানে।
হয়ত নুয়ে আসবে বা‍কিদের সত্য প্রমানে।
“কুন” হয়ে যাও অ‍‍মনি হয়ে যায় আদেশে।
সব‍ কিছু লয় হবে “ফায়াকুন” জাগবে ‍বিচার ‍দিবসে।
সত্য সমাগত, ‍মিথ্যা অপসৃত আর ‍মিথ্যার পতন অনিবার্য।
এগু‍লি প্রমান করে আল্লাহ এক, সত্য, তাঁর হুকুম ‍শিরোধার্য।

4 thoughts on “মহা বিজ্ঞান

  1. অনেকটা মহাকাব্যের ঢং এ আপনার এই মহা বিজ্ঞান লেখাটি পড়লাম।

    আপনি বাইবেল কুরআন ও বিজ্ঞান, এবং আল কুরআন দা চ্যালেঞ্জ গ্রন্থদ্বয় থেকে তথ্য নিয়ে ছন্দময় লেখাটি লিখেছেন বলে আমার মনে হয়েছে।

    চলুক।

    আজকের লেখাটিতেও দাড়ি কমার ব্যবহার সম্পুর্ণ সঠিক হয়নি তবে অনেকটা শুদ্ধ হয়ে আসছে।

    1. ঠিক বলেছেন,এ রকমের একটি বই পড়েছিলাম
      এই মুহুতে মনে পড়ছেনা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. শুভ সকাল আপা। মহা বিজ্ঞানের কবিতা আমি পাঠ করেছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।